রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মধ্যে কেপমারির চেষ্টা, ধৃত
শুক্রবার দুপুরে ব্যাঙ্কে ৪৮ হাজার টাকা জমা করতে গিয়েছিলেন পাঁচলার ধুনকির বাসিন্দা হাবিবর রহমান খান।
নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে টাকা জমা করতে গিয়ে বিপত্তি। ব্যাঙ্কের মধ্যেই কেপমারির কবলে গ্রাহক।উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের খলিশানি শাখার ঘটনা। ব্যাগ কেটে টাকা বের করার সময় হাতেনাতে পাকড়াও এক মহিলা। ধৃত মহিলাকে আটক করেছে রাজাপুর থানার পুলিশ।
আরও পড়ুন, পুরুলিয়ায় শুটআউট, পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচনের দিনই প্রকাশ্যে ঝাঁঝরা তৃণমূল নেতা
শুক্রবার দুপুরে ব্যাঙ্কে ৪৮ হাজার টাকা জমা করতে গিয়েছিলেন পাঁচলার ধুনকির বাসিন্দা হাবিবর রহমান খান। তাঁর অভিযোগ এক ব্যাঙ্ক কর্মী তাঁকে বলেন মেশিনের সাহায্যে টাকা জমা দেওয়ার জন্য। তিনি মেশিনে টাকা জমা দিতে পারেননি। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন এক ব্যাঙ্ক কর্মী। অভিযোগ সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা মহিলা ব্লেড দিয়ে তাঁর ব্যাগটি কেটে টাকা বের করে নেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন, সম্পর্ক মানেনি পরিবার, একই দড়িতে আত্মঘাতী হল যুগল
বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে । মহিলার ব্যাগ থেকে কিছু টাকা ও একটি কাগজে লেখা কয়েকটি ফোন নম্বর উদ্ধার করেছে পুলিশ।