'কাশ্মীরে সেনা পাঠাক বাংলাদেশ,' ফেসবুক পোস্ট করে নিউটাউনে ধৃত বাংলাদেশি

বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহিনুর রহমান। 

Updated By: Aug 10, 2019, 10:20 PM IST
'কাশ্মীরে সেনা পাঠাক বাংলাদেশ,' ফেসবুক পোস্ট করে নিউটাউনে ধৃত বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই ফেসবুকে ভারতবিরোধী পোস্ট করে গ্রেফতার হলেন বাংলাদেশের নাগরিক। নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে শাহিনুর রহমানকে। গত ৩-৪ বছর ধরে অবৈধভাবে ভারতে থাকছিলেন ওই বাংলাদেশি নাগরিক।

বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহিনুর রহমান। এদেশে মুকুল শেখ ও মুকুল হালদার নামে জাল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে থাকছিলেন নিউটাউনের হাতিয়াড়ায়। গৌরাঙ্গ নগরে একটি সাইকেলের দোকানে কাজ করেন তিনি। গত ৩-৪ বছর ধরে অবৈধভাবে এদেশে থাকছিলেন মুকুল শেখ।

ভারতে বেশ থাকছিলেন। কিন্তু কাশ্মীর নিয়ে ফেসবুকে দেশবিরোধী মন্তব্য করার পরই তাঁর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। ফেসবুকে শাহিনুর লিখেছিলেন,'বাংলাদেশের সেনাবাহিনীকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীদের পাশে পাঠিয়ে দিন।'

এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মেলে আসল পরিচয়। শাহিনুরের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাল ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড। 

আরও পড়ুন- বাংলাদেশি দাওয়াই ফেল, ডেঙ্গির মোকাবিলায় ভরসা ভারতের মশা মারার ওষুধ

.