আয়কর দফতরের হাত থেকে রেহাই, কেটে নেওয়া টাকা ফেরত পেলেন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী

আয়কর দফতর দিচ্ছিল ব্যাঙ্কের দোষ। আবার ব্যাঙ্ক দোষ চাপাচ্ছিল আয়কর দফতরের ওপরে

Updated By: Dec 7, 2019, 02:11 PM IST
আয়কর দফতরের হাত থেকে রেহাই, কেটে নেওয়া টাকা ফেরত পেলেন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: আয়কর দফতরের হাত থেকে রক্ষা পেলেন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী। বহু ঘোরাঘুরির পর ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আয়কর বাবদ টাকা কাটা বন্ধ করল ব্যাঙ্ক।  এমনকি এক মাসের কেটে নেওয়া টাকা ফেরতও দেওয়া হল। জি ২৪ ঘণ্টার একটি খবরের পরও নড়েচড়ে বসে আয়কর দফতর ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-অভিযুক্তদের দেহ সংরক্ষণ ও ময়নাতদন্ত ভিডিয়োগ্রাফি করার নির্দেশ তেলেঙ্গানা হাইকোর্টের

রায়গঞ্জের স্বাধীনতা সংগ্রামী স্বদেশ রঞ্জন মুখোপাধ্যায় মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে। তাঁর বিধবা স্ত্রী বেলারানী মুখোপাধ্যায় সরকারি অনুদান পেতেন।  গত অক্টোবর মাস থেকে অনুদানপ্রাপ্ত তাঁর টাকা থেকে আয়কর কেটে নিচ্ছিল ব্যাঙ্ক। এনিয়ে ব্যাঙ্ক ও আয়কর দফতর ঘুরেও কোনও কাজ হচ্ছিল না। আয়কর দফতর দিচ্ছিল ব্যাঙ্কের দোষ। আবার ব্যাঙ্ক দোষ চাপাচ্ছিল আয়কর দফতরের ওপরে।

আরও পড়ুন-ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, পথ দুর্ঘটনায় মত্যু শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির

বিষয়টি নিয়ে খবর করে জি ২৪ ঘণ্টা। রায়গঞ্জ শহরের চ্যাটার্ড অ্যাকাউন্টটেন্টরা বলছিলেন, ব্যাঙ্ক এভাবে টাকা কাটতেই পারে না।  সংবাদমাধ্যমের কাছে এর উত্তর এড়িয়ে যান ব্যাঙ্কের কর্মীরা। তবে আয়কর দফতর থেকে জানানো হয়, অক্টোবর ও নভেম্বর মাসের কাটা টাকা এপ্রিল মাসের মধ্যে অ্যাকাউন্টে চলে যাবে।

.