মত্ত ব্যক্তি এক রাতে ভাঙল ৪ লক্ষ টাকার লাইট! সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি
ভোররাতে চলছিল তুমুল বৃষ্টি। এক মত্ত ব্যক্তি ধূপগুড়ি পৌরসভা এলাকার ফালাকাটা রোডে একের পর এক ১৬ টি অত্যাধুনিক বোলার্ড লাইট ভাঙে। পৌরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়।
নিজস্ব প্রতিবেদন: জলপাইগুড়ির ধূপগুড়ির রাস্তায় একরাতে গ্রিন সিটি প্রকল্পের ১৬ টি অত্যাধুনিক বোলার্ড লাইট ভাঙলো এক মত্ত ব্যক্তি। সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি।
ভোররাতে চলছিল তুমুল বৃষ্টি। এক মত্ত ব্যক্তি ধূপগুড়ি পৌরসভা এলাকার ফালাকাটা রোডে একের পর এক ১৬ টি অত্যাধুনিক বোলার্ড লাইট ভাঙে। পৌরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়।
ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানিয়েছেন, গ্রিন সিটি প্রকল্পে লাইটগুলি লাগানোর কাজ চলছিল। প্রত্যেক লাইটের দাম ২৬হাজার টাকা। এরকম ১৬ টি লাইট ভেঙে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত যুবকে শনাক্ত করে পুলিস।
জানা গিয়েছে, পেশায় গাড়িচালক ওই যুবকের নাম শেখর বসাক। ধূপগুড়ির ৯ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। ধূপগুড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়।