তৃণমূলের মিছিলের আগেই বোমা বিস্ফোরণ দাঁতনে, জখম ৫ কর্মী

এক তৃণমূল সমর্থকের বাড়িতেই হয় বিস্ফোরণ।

Updated By: Nov 16, 2020, 07:56 PM IST
তৃণমূলের মিছিলের আগেই বোমা বিস্ফোরণ দাঁতনে, জখম ৫ কর্মী

নিজস্ব প্রতিবেদন : বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের রসুলপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫টা নাগাদ। এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে খবর। 

সূত্রে খবর, বাড়ি মালিকের নাম শেখ ইকবাল আলি। তিনি তৃণমূল সমর্থক। এই শেখ ইকবাল আলির বাড়িতেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় জখম ৫ তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের পরবর্তীতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

বিস্ফোরণের ঘটনায় জেলা জুড়ে চাপা রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বিজেপি দাবি করেছে, আগামিকাল দাঁতন ব্লকে তৃণমূলের মিছিল রয়েছে। সেই কারণেই বোমা মজুত করে রেখেছিল শাসকদলের কর্মীরা। সেই বোমা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওদিকে, বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। কার্যত মুখে কুলুপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন, 'তৃণমূলের সর্বনাশ করছে পিকে, আমাদেরকে ব্যবহার করছে তাঁর টিম,' বিধায়কের মন্তব্যে বিস্ফোরণ

.