বিজেপি নয়, গুলি চালিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি, বললেন বজবজের গুলিবিদ্ধ কাউন্সিলর

মঙ্গলবার বিকেলে হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের মিঠুনবাবু স্পষ্ট জানান, গুলি চালিয়েছেন শ্রীমন্ত বৈদ্য। বজবজ ব্লক তৃণমূল সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শ্রীমন্তবাবু। 

Updated By: Feb 19, 2019, 07:34 PM IST
বিজেপি নয়, গুলি চালিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি, বললেন বজবজের গুলিবিদ্ধ কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদন: বজবজ পুরসভার কাউন্সিলরকে গুলি কাণ্ডে বিজেপি জড়িত থাকার তত্ত্ব খারিজ করে দিলেন আক্রান্ত নিজেই। গুলিবিদ্ধ কাউন্সিলর মিঠুন টিকাদার জানালেন, অন্য কেউ নয়, গুলি চালিয়েছে তৃণমূলেরই আরেক নেতা। 

মঙ্গলবার বিকেলে হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের মিঠুনবাবু স্পষ্ট জানান, গুলি চালিয়েছেন শ্রীমন্ত বৈদ্য। বজবজ ব্লক তৃণমূল সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শ্রীমন্তবাবু। 

সোমবার সন্ধ্যায় বজবজের হপ্তাবাজারের তৃণমূল পার্টি অফিসেই গুলিবিদ্ধ হন বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন টিকাদার। পার্টি অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ২ আততায়ী। গুলি লাগে তাঁর বুকে ও বেটে। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যান তৃণমূলকর্মীরা। এর পর কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। 

বাবা খায় আমিও খেয়েছি, প্রধান শিক্ষককে স্বীকারোক্তি নবম শ্রেণির মত্ত ২ ছাত্রীর

ঘটনায় মম্মদ কায়েশ ও কামাল খান নামে ২ দুষ্কৃতীকে খুঁজছিল পুলিস। কায়েশ এলাকারই বাসিন্দা, কামালের বাড়ি টিটাগড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় হেঁটেই পার্টি অফিসে ঢোকে তারা।

ওদিকে ঘটনার খবর পেয়েই মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন। ফিরহাদ হাকিমের অভিযোগ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জেরেই হামলা।    রাজনৈতিকভাবে পেরে  না উঠে  এই ধরনের জঘন্যকাণ্ড ঘটাচ্ছেন রাজ্যের বিরোধীরা। ঘটনার ২৪ ঘণ্টা পর ছবিটা যদিও পুরো উলটে গেল।  

.