দ্বিতীয় বিয়ে লুকোতে ব্যবসায়ীর কীর্তি হার মানাবে চিত্রনাট্যকেও!

ব্যবসায়ীর অভিযোগ,  কোটি টাকার সম্পত্তি হাতাতে স্ত্রী ও ভাই মিলে রিহ্যাবে পাঠিয়ে দেয়। স্ত্রীর সঙ্গে ভাইয়ের সম্পর্ক।  তবনের দাবি, রিহ্যাব থেকে পালিয়ে সোজা থানায় যান তিনি। অভিযোগ করায় তদন্ত শুরু করে পুলিসও।

Updated By: Dec 31, 2018, 04:19 PM IST
দ্বিতীয় বিয়ে লুকোতে ব্যবসায়ীর কীর্তি হার মানাবে চিত্রনাট্যকেও!

নিজস্ব প্রতিবেদন: ব্যবসায়ী স্বামীর কোটি টাকার সম্পত্তি হাতাতে দেওরের সঙ্গে ষড়যন্ত্র স্ত্রীর। স্বামীকে রিহ্যাবে পাঠিয়ে টাকা আত্মসাতের ছক। রিহ্যাব থেকে পালিয়ে সোজা থানার দ্বারস্থ স্বামী। এতক্ষণ পর্যন্ত সবটাই স্বামীর অভিযোগ। এরপরেই টুইস্ট। স্ত্রী নয়, নিজেকে নিয়ে গোটা পরিকল্পনাই স্বামীর রচনা। জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনায় হার মানবে সিরিয়ালের চিত্রনাট্যও।

রাজগঞ্জের ব্যবসায়ী তপন বিশ্বাস। ভিন রাজ্যে ব্যবসা করেন। দিনের পর দিন বাইরে থাকেন। ব্যবসার প্রতিপত্তি, সম্পত্তি নেহাত কম নয়। সেই সম্পত্তি হাতাতেই ষড়যন্ত্র।

ব্যবসায়ীর অভিযোগ,  কোটি টাকার সম্পত্তি হাতাতে স্ত্রী ও ভাই মিলে রিহ্যাবে পাঠিয়ে দেয়। স্ত্রীর সঙ্গে ভাইয়ের সম্পর্ক।  তবনের দাবি, রিহ্যাব থেকে পালিয়ে সোজা থানায় যান তিনি। অভিযোগ করায় তদন্ত শুরু করে পুলিসও।

এরপরেই কাহিনীতে টুইস্ট। স্বামী তপনের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়েই বেরিয়ে এল ঝুলি থেকে বিড়াল।

আরও পড়ুন -  পরকীয়ায় পথের কাঁটা সন্তান! শিশুপুত্রকে খুন মায়ের

ব্যবসায়ীর স্ত্রীর দাবি

বিয়ের পর থেকেই বাইরে বাইরে থাকেন স্বামী। রয়েছে আরেকটি বিয়েও। বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে মদের নেশায় আসক্ত। মানসিক রোগগ্রস্ত।

ব্যবসায়ীর ভাই, তাঁর স্ত্রীও এমনকি রিহ্যাবও বলছে একই কথা।  নেশা, উন্মাদনা, অনত্র বিয়ে- সব থেকে বাঁচতেই কী গোটা চিত্রনাট্য রচনা করেছেন তপন বাবু? খোঁজ নিচ্ছে প্রশাসন।

.