'রাজনৈতিক পরিচিতি বদল করলেই অভিযুক্ত', লাভপুরকাণ্ডে মণিরুল ইসলামের গ্রেফতারে স্থগিতাদেশ হাইকোর্টের

বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কোনও ব্যক্তি যখন তাঁর রাজনৈতিক পরিচিতি বদল করে, তখনই সে অভিযুক্ত হয়ে যান। 

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Feb 28, 2020, 06:54 PM IST
'রাজনৈতিক পরিচিতি বদল করলেই অভিযুক্ত', লাভপুরকাণ্ডে মণিরুল ইসলামের গ্রেফতারে স্থগিতাদেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন : লাভপুর প্রতারণা কাণ্ডে সাময়িক স্বস্তি। আগামী ৬ সপ্তাহে গ্রেফতার করা যাবে না লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামকে। প্রশাসনকে কড়া নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। 

আজ আদালতে সওয়াল-জবাব চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কোনও ব্যক্তি যখন তাঁর রাজনৈতিক পরিচিতি বদল করে, তখনই সে অভিযুক্ত হয়ে যান। এরপরই বিচারপতি নির্দেশ দেন,  আগামী ৬ সপ্তাহে গ্রেফতার করা যাবে না লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামকে। ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে। তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মনিরুল ইসলাম লাভপুরে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছে আদালত।

আরও পড়ুন, অমিত শাহের সঙ্গে জোড়া বৈঠকে ওঠেনি CAA-NRC প্রসঙ্গ : মমতা

আরও পড়ুন, 'পাশে আছি', নিজে দাঁড়িয়ে থেকে মালদায় ২০০ আদিবাসী মেয়ের বিয়ে দেবেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে আরও নির্দেশ দিয়েছে, তদন্তের স্বার্থে পুলিশ যখনই মনিরুল ইসলামকে ডাকবে, পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে। মনিরুল ইসলাম কোথায় থাকছেন তার সম্পূর্ণ তথ্য পুলিশকে দিতে হবে। 

.