পাহাড়ে মমতা, সর্বদল বৈঠকের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক

আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৈঠক। তার আগে দেখে নিন এই সর্বদল বৈঠকের পাঁচটি দিক:

Updated By: Nov 21, 2017, 01:16 PM IST
পাহাড়ে মমতা, সর্বদল বৈঠকের পাঁচটি  গুরুত্বপূর্ণ দিক

নিজস্ব প্রতিনিধি:  ১০৫ দিনের বনধের পর পাহাড়ের পরিস্থিতি জরিপ করে নিতে আজ সর্বদল বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের পিনটেল ভিলেজে বৈঠক করবেন তিনি। এক মাস আগে, ১৭ অক্টোবর পাহাড়ে সর্বদল বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মমতা। সে সময় বিনয় তামাং যে একগুচ্ছ দাবি রেখেছিলেন, তার কিছুটা মেনে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৈঠক। তার আগে দেখে নিন এই সর্বদল বৈঠকের পাঁচটি দিক:

আরও পড়ুন: বিধানভবনে শেষ শ্রদ্ধা প্রিয়কে, হাজির বাম-বিজেপি নেতৃত্ব

১. কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং ও জেনারেল সেক্রেটারি অনিত থাপা।

২. বিমল গুরুং, রোশন গিরি সহ ১২ জন ৬ মাসের জন্য সাসপেন্ড

৩. দার্জিলিংয়ের পিনটেল ভিলেজ থেকে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করা হবে আজ।  আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা।

৪.  গোর্খা জনমুক্তি মোর্চা, গোর্খা লিগ এবং জিএনএলএফের মতো পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের নেতা বৈঠকে যোগ দিলেও জন আন্দোলন পার্টির নেতা (জাপ)হরকাবাহাদুর ছেত্রীর গরহাজির।

৫. তবে, বিমল সমর্থকরা মনে করছেন, সু্পিম কোর্টের নির্দেশে বিমল পাহাড়ে ফেরার রাস্তা খুঁজে পাবে।

আরও পড়ুন: বার্নপুরে কেটারিং ব্যবসায়ী খুনে আরও একজনকে গ্রেফতার

সর্বদল বৈঠকের আগেই কার্যত হুমকির সুরেই বিমল গুরুংকে চ্যালেঞ্জ করলেন বিনয় তামাং। বললেন, ‘’বুকে দম থাকলে, পাহাড়ে এসে সামনাসামনি লড়াই করুন। আইনজীবীকে দেওয়ার মতো এত টাকা কোথা থেকে আসছে?‘’

.