নাবালিকার বিয়ে আটকাল চাইল্ড লাইন, সঙ্গী ভাতার থানার পুলিস

নাবালিকার বিয়ে আটকাল চাইল্ড লাইন। সঙ্গী ভাতার থানার পুলিস। ঘটনাস্থল বর্ধমানের ভাতারের বাসুদা গ্রাম। গতকাল সন্ধেয় বিয়ের আয়োজন তখন সম্পূর্ণ। গোটা বাড়ি আলো ঝলমল করছে। আত্মীয় স্বজনদের ভিড় দাস বাড়িতে। কিন্তু হঠাত্‍ই ছন্দপতন। বিয়েবাড়িতে হাজির হয় পুলিস। ছিল চাইল্ড লাইনের টিমও। জানা যায়, এবছর সবে মাধ্যমিক দিয়েছে কনে। বয়স টেনেটুনে ষোলো।

Updated By: Jul 1, 2017, 09:25 AM IST
নাবালিকার বিয়ে আটকাল চাইল্ড লাইন, সঙ্গী ভাতার থানার পুলিস

ওয়েব ডেস্ক: নাবালিকার বিয়ে আটকাল চাইল্ড লাইন। সঙ্গী ভাতার থানার পুলিস। ঘটনাস্থল বর্ধমানের ভাতারের বাসুদা গ্রাম। গতকাল সন্ধেয় বিয়ের আয়োজন তখন সম্পূর্ণ। গোটা বাড়ি আলো ঝলমল করছে। আত্মীয় স্বজনদের ভিড় দাস বাড়িতে। কিন্তু হঠাত্‍ই ছন্দপতন। বিয়েবাড়িতে হাজির হয় পুলিস। ছিল চাইল্ড লাইনের টিমও। জানা যায়, এবছর সবে মাধ্যমিক দিয়েছে কনে। বয়স টেনেটুনে ষোলো।

আরও পড়ুন গণতান্ত্রিক আন্দোলনের নামে পাহাড়ে অশান্তি ছড়াচ্ছেন বিমল গুরুং, বললেন সৌরভ

মেয়েটির মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখার পর চাইল্ড লাইনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বিয়ে বন্ধ করতে হবে। এনিয়ে চাপানউতোর চলে। শেষপর্যন্ত মেয়েটির দাদু মেনে নেন, এ বিয়ে দেওয়া হবে না। মুচলেকা লিখে দিতে হয় পরিবারকে। বিয়ে না হলেও, খাইয়ে দাইয়ে বিদায় জানানো হয় বরযাত্রী সহ বাকি সবাইকেই। 

আরও পড়ুন  তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার, নাগাল্যান্ডের এক যুবকের দেহ

.