বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলেন্টিয়ারকে। আরও অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ারকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে, তিনি বিয়ের জন্য পণও দাবি করেন। ঘটনাটি বীরভূমের চন্দ্রপুরের।

Updated By: Feb 17, 2018, 04:20 PM IST
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার

নিজস্ব প্রতিবেদন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলেন্টিয়ারকে। আরও অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ারকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে, তিনি বিয়ের জন্য পণও দাবি করেন। ঘটনাটি বীরভূমের চন্দ্রপুরের।

চন্দ্রপুর থানার সিভিক ভলেন্টিয়ার ভবানি প্রসাদ মালির বাড়ি লাওজোড় গ্রামে। অভিযোগ, গ্রামেরই এক যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ৪ বছর ধরে ধর্ষণ করেন ভবানি প্রসাদ মালি। ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বিয়ে দিতে চায় যুবতির পরিবার। কিন্তু অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের তরফে তখন ৫ লাখ টাকা পণ দাবি করা হয়।

আরও পড়ুন, শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার রায়গঞ্জে, ভাঙচুর, পুলিসের লাঠি

এরপরই থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা যুবতির পরিবার অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিস।

.