মর্নিং ওয়াকে বেরিয়ে আর ফিরল না দ্বাদশ শ্রেণির ছাত্র, তোলপাড় ভদ্রেশ্বরের তারকেশ্বর পল্লি

শুক্রবার সকাল পেরিয়ে যাওয়ার পরেও অঙ্কুর ফিরছে না দেখে চারদিকে পরিচিতদের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়

Updated By: Jul 31, 2021, 03:25 PM IST
মর্নিং ওয়াকে বেরিয়ে আর ফিরল না দ্বাদশ শ্রেণির ছাত্র, তোলপাড় ভদ্রেশ্বরের তারকেশ্বর পল্লি

নিজস্ব প্রতিবেদন: রোজই সকালে হাঁটতে বের হতো ভদ্রেশ্বরের তারকেশ্বর পল্লির বাসিন্দা অঙ্কুর তেওয়ারি। শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ১২ ক্লাসের ছাত্রটি। রোজই একাই মর্নিংওয়াকে বের হতো। এদিনও সে একাই ঘর থেকে বের হয়েছিল। এনিয়ে তোলপাড় এলাকায়।

আরও পড়ুন-COVID-19: অতিমারী শেষ হওয়ার ব্যাপারটি বিশ্ববাসীর হাতেই, বললেন হু প্রধান  

আচমকাই এরকম ঘটনার পেছনে কি কোনও পারিবারিক অশান্তি? অঙ্কুরের বাবা মানান তেওয়ারি বলেন, বাড়িতে কোনও ঝামেলা বা বকাঝকা করা হয়নি অঙ্কুরকে। এমনিতেই শান্ত স্বভাবের ছেলে অঙ্কুর, বন্ধুবান্ধব তেমন ছিল না।

আরও পড়ুন-লেকটাউনে বৃদ্ধাকে খুনের কিনারা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত  

শুক্রবার সকাল পেরিয়ে যাওয়ার পরেও অঙ্কুর ফিরছে না দেখে চারদিকে পরিচিতদের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়। পরে আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ খবর করা হয়। শেষপর্যন্ত মিসিং ডাইরি করা হয় ভদ্রেশ্বর থানায়। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.