COVID-19: অতিমারী শেষ হওয়ার ব্যাপারটি বিশ্ববাসীর হাতেই, বললেন হু প্রধান

টিকাকারণ ও সতর্কতা অবলম্বনের উপর জোর দিতে হবে।

Updated By: Jul 31, 2021, 01:46 PM IST
COVID-19: অতিমারী শেষ হওয়ার ব্যাপারটি বিশ্ববাসীর হাতেই, বললেন হু প্রধান

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাস বহুবার নিজের রূপবদল ঘটিয়ে বিশ্বকে সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে গত দু'বছরে; তথাপি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, করোনা-অতিমারী শেষ হওয়ার ব্যাপারটি সাধারণ মানুষের হাতেই।  

অতিমারী (Pandemic) কবে শেষ হবে, তা বিশ্ববাসীর হাতেই রয়েছে। গোটা পৃথিবী যদি মনে করে অতিমারী শেষ হওয়া জরুরিু, তবেই তা শেষ হবে। এমনই জানালেন WHO chief Tedros Adhanom Ghebreyesus।

আরও পড়ুন: Comedian Death: কৌতুকশিল্পীকে তারাই হত্যা করেছে, অবশেষে দায়স্বীকার তালিবানের

করোনার Delta variant বিশ্বকে নতুন করে সঙ্কটে ফেলে দিয়েছে। গত সপ্তাহে ৪০ লক্ষ সংক্রমণ হয়েছে সারা বিশ্বে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ ২০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু। এই প্রেক্ষিতেই হু-প্রধান জানা, গত চার সপ্তাহে অঞ্চলবিশেষে কোভিড সংক্রমণ ৮০ শতাংশ বেড়েছে। যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। শুধু আফ্রিকাতেই মৃত্যু ৮০ শতাংশের বেশি। আর এ সব কিছুর নেপথ্যে কোভিডের ডেল্টা রূপ। যা ইতিমধ্যে ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে।

ভাইরাস ক্রমাগত রূপ এবং চরিত্র বদলাচ্ছে। আগামি দিনেও তা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করছে হু (World Health Organization)। তবুও এই পরিস্থিতিতে করোনা নির্মূল করতে সাধারণ মানুষকেই সামনে এগিয়ে আসতে হবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: India-China: উত্তেজনা অব্যাহত Ladakh-এ, সীমান্তে সেনা সরানো নিয়ে আজ বৈঠকে ভারত-চিন

.