খুনের হুমকি দিয়ে বারবার ধর্ষণ সপ্তম শ্রেণির ছাত্রীকে, অপমানে আত্মঘাতী কিশোরী

খোদারবাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত কিশোরী ও তার মা।

Updated By: Jul 8, 2018, 09:16 AM IST
খুনের হুমকি দিয়ে বারবার ধর্ষণ সপ্তম শ্রেণির ছাত্রীকে, অপমানে আত্মঘাতী কিশোরী
অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন : দিনের পর দিন খুনের হুমকি দিয়ে চলত ধর্ষণ। সেই অপমানেই আত্মঘাতী হল সপ্তম শ্রেণির এক কিশোরী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের খোদারবাজারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিস স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে।

খোদারবাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত কিশোরী ও তার মা। মা পুরসভার সাফাই কর্মী। মৃতার মায়ের অভিযোগ, দিনের পর দিন খুনের হুমকি দিয়ে মেয়েকে ধর্ষণ করত এলাকারই দুই যুবক শেখ ইমরান ও লালচাঁদ সিপাই। তাদের সেই কাজে সাহায্য করত ইমরানের স্ত্রী ও বাড়ির মালিক মহিউদ্দিন মণ্ডল। তারও আরও অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় তাদের বাড়ি ছাড়া করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অপমানে অবশেষে শুক্রবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় কিশোরী।

পুলিসকে মৃতার মা জানিয়েছেন, মৃত্যুর আগে মেয়ে সমস্ত ঘটনা বলে গেছে। তার বয়ানের ভিত্তিতেই বারুইপুর থানার পুলিস শেষ ইমরান ও লালচাঁদ সিপাইকে গ্রেফতার করেছে। অভিযোগ দায়ের হয়েছে ইমরানের স্ত্রী ও বাড়ির মালিকের বিরুদ্ধেও।

আরও পড়ুন- স্বামীর জন্য অপেক্ষা করছিলেন, তখনই গুলিবিদ্ধ হলেন গৃহবধূ

.