স্বামীর জন্য অপেক্ষা করছিলেন, তখনই গুলিবিদ্ধ হলেন গৃহবধূ

গৃহবধূর বাঁ হাতে গুলি লাগে।

Updated By: Jul 8, 2018, 08:58 AM IST
স্বামীর জন্য অপেক্ষা করছিলেন, তখনই গুলিবিদ্ধ হলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন : দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক গৃহবধূ। স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়েছিলেন গৃহবধূ। অভিযোগ, সেইসময়ই দুষ্কৃতীরা বাইকে করে এসে গৃহবধূকে উদ্দেশ করে গুলি চালায়।

জানা গেছে, মৌসুমী শীল নামে ওই গৃহবধূর বাঁ হাতে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের বোড়ালের  শ্রীপুর এলাকায়।

আরও পড়ুন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচারের চেষ্টা, চলন্ত গাড়ি থেকে ঝাঁপ গৃহবধূর

গতকাল রাতে স্থানীয় তৃণমূল নেতা বরুণ সরকারের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মৌসুমী শীল নামে ওই মহিলা। সেইসময়ই এই ঘটনা ঘটে যায়। কিন্তু কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেবিষয়ে কিছুই জানা যায়নি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস।

.