মালদহে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক: মালদহে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। রবিবার রাতে সড়কপথে মুর্শিদাবাদ হয়ে মালদা পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি যাবেন বানভাসি এলাকায়। এরই মধ্যে মালদার পরিস্থিতি খারাপ হয়েছে। ক্রমশ জল বাড়ছে গঙ্গা আর মহানন্দায়। আর তাতেই নতুন করে প্লাবিত রতুয়া, চাঁচোল, গাজোল , ইংরেজবাজার, ওল্ড মালদার বেশ কিছু এলাকা। জল উঠেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কেও। এভাবেই মাইলের পর মাইল এখনও জলের তলায়। মালদহে পরিস্থিতি বদলের তেমন ইঙ্গিতই মিলছে না।
আরও পড়ুন বানভাসি মালদায় সবজির দাম আকাশ ছুঁয়েছে
ফুলহারে জল কমলেও নতুন করে জল বাড়ছে মহানন্দা আর গঙ্গায়।আর তাতেই রতুয়া, চাঁচোল, গাজোল, ইংরেজবাজার, ওল্ড মালদার বেশ কিছু এলাকায় নতুন করে জল উঠছে। বেহুলার জলে নতুন করে প্লাবিত চর কাদিরপুর, সাহাপুর সহ বিভিন্ন এলাকা।
আরও পড়ুন এখনও বিপদ কাটেনি মালদার, মহানন্দা আর গঙ্গার জল বেড়েই চলেছে