Balurghat Hili Railway Project: বালুরঘাট-হিলি রেল প্রকল্পে জমিদাতাদের 'কাটমানির ফোন'! অভিযোগ সক্রিয় দালাল চক্র
Dakshin Dinajpur: যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি 'জি ২৪ ঘন্টা'। ওই অডিও কলে এক ব্যক্তি সরকারি অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে এক জমিদাতাকে ফোন করেছেন। ওই জমিদাতার অ্য়াকাউন্টে টাকা ঢোকার পরে ৫৫ হাজার টাকা দিতে হবে বলে দাবি করা হচ্ছে।
শ্রীকান্ত ঠাকুর: বালুরঘাটে হিলি রেল প্রকল্পের জমিদাতাদের টাকা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। জমির টাকা পাইয়ে দিতে অফিসে টাকা দিতে হবে এমনই এক অডিও কল রেকর্ডসোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জেলায়। যা নিয়ে কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস। এমনকী তৃণমূল কংগ্রেস দোষীর প্রকৃত দাবি করেছে। অন্যদিকে অভিযোগ সামনে আসতেই পুলিস অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি 'জি ২৪ ঘন্টা'। ওই অডিও কলে এক ব্যক্তি সরকারি অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে এক জমিদাতাকে ফোন করেছেন। ওই জমিদাতার অ্য়াকাউন্টে টাকা ঢোকার পরে ৫৫ হাজার টাকা দিতে হবে বলে দাবি করা হচ্ছে। যা নিয়ে দর কষাকষিও চলছে। ওই জমিদাতার অভিযোগ, ঘুষ দিলে টাকা ঢুকবে। শুধু একজনই নয়, হিলি ও বালুরঘাটের এমন একাধিক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়েছে।
তা নিয়েই লিখিত অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়। পুলিস তদন্ত শুরু করেছে। যদিও বা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ফোন প্রশাসনের কোনও কর্মীর নয়। এনিয়ে দালালচক্র কাজ করছে বলেই মত প্রশাসনের একাংশের। প্রসঙ্গত, হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ চলছে। ইতিমধ্যেই বহু জমিদাতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে এখনও অনেকের জমির কাগজ ও নানা নথি সংক্রান্ত সমস্যার জন্য টাকা দেরিতে ঢুকছে। তাই প্রতিদিনই হিলি ও বালুরঘাটে জমি দাতারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। এর সুযোগেই বেশকিছু দালাল চক্রের সক্রিয় হয়ে এমন কাজ করছে বলে অভিযোগ।
বন্ধ থাকা বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের জন্য এবারের বাজেটে কেন্দ্র ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজও চলছে। অনেকের জমির কাগজ ও নানা নথি সংক্রান্ত সমস্যার জন্য টাকা দেরিতে ঢুকছে। এর সুযোগেই বেশকিছু দালাল চক্রের সক্রিয় হয়ে এমন কাজ করছে বলে এক অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
আরও পড়ুন, Bengal Weather Today: হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণের ৯ জেলায়, বাকি জেলায় মেঘলা আকাশ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)