কাকদ্বীপ স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়ঙ্কর আগুন, পুড়ে ছাই বহু ঝুপড়ি

স্থানীয় সূত্রে খবর বস্তি সংলগ্ন এলাকার একটি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। তাতে আগুন আরও ছড়িয়ে পড়ে

Updated By: Jan 18, 2021, 09:11 PM IST
কাকদ্বীপ স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়ঙ্কর আগুন, পুড়ে ছাই বহু ঝুপড়ি

নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় দাউদাউ আগুনে পুড়ে ছাই কাকদ্বীপ স্টেশন সংলগ্ন বস্তির একটি বড় অংশ। আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে ২০-২২টি বাড়ি।

আরও পড়ুন-দিদিমণি যখন নন্দীগ্রামে জয় খুঁজছেন, তখন ভবানীপুরটা জিতে নেব : Dilip

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও, স্থানীয় সূত্রে খবর বস্তি সংলগ্ন এলাকার একটি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। তাতে আগুন আরও ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকলের ২টি ইঞ্জিন। ততক্ষণে কমপক্ষে ১০টি বাড়ি ভষ্মীভূত হয়ে গিয়েছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে হিমসিম খেতে হয় দমকলকে।

আরও পড়ুন-'একুশে নন্দীগ্রাম থেকে আমি-ই দাঁড়াব, নিরাশ করব না ভবানীপুরকেও'

হালকা হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রেল স্টেশনের পূর্বদিকে দক্ষিণ গোবিন্দপুর এলাকায় ওই দুর্ঘটনা সামাল দিতে দমকলের পাশাপাশি ঘটনায় চলে আসে পুলিস বাহিনীও। পুলিসের তত্পরতায় সামাল দেওয়া হয় ভিড়। এখনও পর্যন্ত ২২টি ঝুপড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঘরগুলির অধিকাংশই দরমার তৈরি। উপরে টিনের ছাউনি দেওয়া। আগুনে সেসবের কোনও কিছুই আর অবশিষ্ট নেই। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা। 

.