জাতীয় সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন বাঁকুড়ার DM ও ADM

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলাশাসকের গাড়ি।

Updated By: Jul 10, 2021, 04:46 PM IST
জাতীয় সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন বাঁকুড়ার DM ও ADM

নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন জেলাশাসক ও অতিরিক্তি জেলাশাসক। তবে, সামান্য আঘাত লেগেছে অতিরিক্ত জেলাশাসকের। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি তিনি।

কীভাবে ঘটল দুর্ঘটনা? এদিন সকালে বাঁকুড়া শহর থেকে সড়কপথে বিষ্ণুপুরে যাচ্ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক শঙ্কর নস্করও। 

আরও পড়ুন: চা-পাতা বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে তাজ্জব পুলিস, উদ্ধার কয়েকশো কেজি গাঁজা

৬০ নম্বর জাতীয় সড়ক ধরে গন্তব্যের এগিয়ে যাচ্ছিল জেলাশাসকের গাড়ি। ওন্দা থানার গোগড়া এলাকায় পিছন থেকে সেই গাড়িটিকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। বরাতজোরে রক্ষা পান বাঁকুড়া জেলা প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকরা। দুর্ঘটনায় জেলাশাসকের গাড়িটির ডানদিকের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, জেলাশাসক নিজে সুস্থই আছেন। সামান্য আঘাত লেগেছে অতিরিক্ত জেলাশাসকের। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। ঘাতক গাড়িটির চালক পলাতক।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.