বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন গৃহবধূ

মৃতার নাম বুলারানী সর্দার (৩৫)। কুলতলি থানার ৬ নম্বর জালাবেড়িয়া এলাকার ঘটনা। 

Updated By: May 10, 2019, 11:12 AM IST
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হল গৃহবধূকে। মৃতার নাম বুলারানী সর্দার (৩৫)। কুলতলি থানার ৬ নম্বর জালাবেড়িয়া এলাকার ঘটনা। শুক্রবার সকালে রান্নাঘরের জানলা দিয়ে গৃহবধূর মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই খুন করা হয়েছে তাঁকে। 

আরও পড়ুন: থানায় ঢুকে তাণ্ডব সশস্ত্র বাহিনীর জওয়ানদের, পুলিসকে বেধড়ক মার আরামবাগে

মৃতার স্বামী ঝড়ুরাম সর্দারের জানিয়েছেন তাঁর এক বন্ধু মদন সর্দারের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বুলার। অভিযোগ, মদন ও তার বাড়ির লোকজন বেশ কয়েকবার হুমকিও দিয়েছিল বুলাকে। এদিন পেশায় পরিচারিকা বুলা অন্যান্য দিনের মতো কলকাতায় কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। দীর্ঘক্ষণ তার কোনও সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় স্বামীর। খোঁজাখুজিতে রান্নাঘর থেকে উদ্ধার হয় মৃত দেহ।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিস।

Tags:
.