এটিএম থেকে বেরল নকল ও ছেঁড়া নোট

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিঙ্কু রহমান এলাকারই এক যুবক বাতাবাড়ি ফার্ম বাজারের এটিএম থেকে ১০ হাজার টাকা তোলেন। সবই ১০০ টাকার নোট বের হয়। 

Updated By: Aug 29, 2018, 04:54 PM IST
এটিএম থেকে বেরল নকল ও ছেঁড়া নোট

নিজস্ব প্রতিবেদন:  এটিএম থেকে এবার বেরল নকল ও ছেঁড়া নোট। ঘটনাটি ঘটেছে মালবাজারের মেটেলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিঙ্কু রহমান এলাকারই এক যুবক বাতাবাড়ি ফার্ম বাজারের এটিএম থেকে ১০ হাজার টাকা তোলেন। সবই ১০০ টাকার নোট বের হয়। পরে তিনি দেখেন যে, তার মধ্যে একটি নোট নকল ও আরও একটি নোটের কোণা ছেঁড়া রয়েছে।

আরও পড়ুন: স্বামী কালো, তাই সবাইকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে বাড়ির পিছনে বসেই আসল কাজ করলেন স্ত্রী!

বিষয়টি তিনি ওই এলাকার ব্যাঙ্ক ম্যানেজারকে জানান তিনি। সেই টাকা এটিএমের গাড়িতে জমা দেওয়ার কথা বলেন ম্যানেজার। পরে সেই যুবক এটিএমের গাড়িতে জমা দেওয়ার জন্য গেলে তাঁরা বলেন নোট দুটো জলপাইগুড়ি গিয়ে ব্যাঙ্কের প্রধান শাখায় জমা করতে হবে।

পিঙ্কু জানান, এই ভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তাছাড়া এটিএম থেকে কেন এই ধরণের নোট বের হবে তা নিতেও প্রশ্ন উঠছে। 

.