শিয়ালদহের দক্ষিণ শাখায় আপ ট্রেনে আগুন, আহত বেশ কয়েকজন
ওভারহেডের তার ছিঁড়ে ট্রেনের কামরায় ঢুকে পড়ায় আগুন লাগে। ঘটনাস্থলে যাচ্ছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।
নিজস্ব প্রতিবেদন: শিয়ালহের দক্ষিণ শাখায় ট্রেনে আগুন। ক্যানিং স্টেশনের ঘটনা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি আপ ট্রেনে আগুন লাগে। তখন যাত্রীরা ট্রেনে ওঠা-নামা করছিলেন। আচমকাই আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়িতে গুরুতর জখম হন বেশ কয়েকজন যাত্রী।
বুধবার সকালে ক্যানিং স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ ট্রেনের আগুন লাগে। ওভারহেডের তার ছিঁড়ে ট্রেনের কামরায় ঢুকে পড়ায় দুর্ঘটনা। দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দ্রুত পদক্ষেপ করায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।