কাকদ্বীপে ট্রলার উল্টে নিখোঁজ একাধিক মত্স্যজীবী, উদ্বিগ্ন প্রশাসন

নিজস্ব প্রতিবেদন:  জারি ছিল সতর্কতা। ছিল কড়া নজরদারিও। তবুও প্রশাসনিক অনুমতি ছাড়া সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কিছু মত্স্যজীবী। আর তাতেই বিপত্তি। ট্রলার উল্টে গিয়ে নিখোঁজ ১০ মৎস্যজীবী। 

আরও পড়ুন: ধাবায় বসে রাতের খাবার খেতে গিয়েই ফাঁস হল আসল কুকীর্তি!

কাকদ্বীপ থেকে সোমবার ১৬ জন মত্স্যজীবী একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। প্রশাসনের অনুমতি না নিয়েই তাঁরা মাছ ধরতে গিয়েছিলেন বলে অভিযোগ। পাথর প্রতিমা কোষ্টাল থানার কলস দ্বীপের কাছেই উল্টে যায় ট্রলার। সমুদ্রে ভেসে যান ১৬ জনই। অন্যান্য ট্রলারের মত্স্যজীবীরা ৬ জনকে উদ্ধার করেন। তবে এখনও নিখোঁজ ১০ জন।

আরও পড়ুন: দিঘাতে আজ সকালে যে ভয়ানক ঘটনা ঘটল তা আগে কখনও ঘটেনি, হতবাক প্রশাসনও

কাকদ্বীপ অ্যাসোসিয়েশানের সম্পাদক বিজন মাইতি সাহায্য চেয়ে এডিএম মেরিন এসডিও-র দ্বারস্থ হয়েছেন। উদ্বারকাজে হাত লাগিয়েছে বির্পযয় মোকাবিলা দফতর। জানা গিয়েছে, মৎস্যজীবীদের বাড়ি কাকদ্বীপ ৮নম্বর লাট ও হারুর পয়েন্ট কোষ্ট থানা এলাকায়।

 

English Title: 
Fisherman missing in Diamondharbour sea
News Source: 
Home Title: 

কাকদ্বীপে ট্রলার উল্টে নিখোঁজ একাধিক মত্স্যজীবী, উদ্বিগ্ন প্রশাসন

কাকদ্বীপে ট্রলার উল্টে নিখোঁজ একাধিক মত্স্যজীবী, উদ্বিগ্ন প্রশাসন
Yes
Is Blog?: 
No
Section: