কার্শিয়ঙের পর দার্জিলিং, এবার অরাজনৈতিক মোমবাতি মিছিল বিনয় পন্থীদের

Updated By: Sep 6, 2017, 02:47 PM IST
কার্শিয়ঙের পর দার্জিলিং, এবার অরাজনৈতিক মোমবাতি মিছিল বিনয় পন্থীদের
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: কার্শিয়ং-এর পর এবার টার্গেট দার্জিলিং। বিমল গুরুংদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে তত্পর বিনয় তামাংগোষ্ঠী। পাহাড়ের বনধ বিরোধিতায় আজ ফের দার্জিলিং-এর চকবাজারে অরাজনৈতিক মোমবাতি মিছিল করার কর্মসূচি রয়েছে তাঁদের। উদ্দেশ্য একটাই, পাহাড়ের স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা। কর্মসংস্কৃতি ফের সচল করা। পাশাপাশি নিজেদের যুক্তিতেও অনড় থাকছে বিনয় তামাং গোষ্ঠী।

গুরুংয়ের ফতোয়াকে অগ্রাহ্য করেই পাহাড়কে সচল রাখার ডাক দিয়ে  মঙ্গলবারই কার্শিয়ং-এর গিদ্দা পাহাড়ের মন্দির থেকে মিছিল করেন বিনয় তামাংপন্থীরা। মিছিলের মুখ ছিলেন অনীত থাপা। স্লোগানা না দিয়েই কার্যত শান্তিপূর্ণ মিছিল করেন তাঁরা। পাল্টা মিছিল করেন বিমল গুরুংপন্থী মহিলা মোর্চার সমর্থকরা।  একটা সময়ে সেই মিছিল মুখোমুখি এলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  সমান্তরালভাবে চলে দুটি মিছিলই। কড়া নজরদারিতে ছিল পুলিস বাহিনী।

আজও আরও একটি সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলের ডাক দিয়েছেন বিনয় তামাংপন্থীরা। তাঁদের দাবি,  ‘অনৈতিকভাবে বিনং তামাংকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। তাঁরাও গোর্খাল্যান্ডের পক্ষেই। কিন্তু বনধকে সমর্থন করেন না।‘  

.