পিকনিকে বচসা, বঁটির কোপে বন্ধুর হাতে বন্ধু খুন
আগরপাড়ার পর নদিয়া। বছরের প্রথমদিনে ফের বন্ধুর হাতে বন্ধু খুন। নদিয়া কুলগাছি ফরেস্টের ঘটনা।
![পিকনিকে বচসা, বঁটির কোপে বন্ধুর হাতে বন্ধু খুন পিকনিকে বচসা, বঁটির কোপে বন্ধুর হাতে বন্ধু খুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/02/104061-murder-2-1-18.jpg)
নিজস্ব প্রতিবেদন: আগরপাড়ার পর নদিয়া। বছরের প্রথমদিনে ফের বন্ধুর হাতে বন্ধু খুন। নদিয়া কুলগাছি ফরেস্টের ঘটনা।
আরও পড়ুন : IMA-র ডাকে আজ বারো ঘণ্টার ধর্মঘট, দেশজুড়ে চিকিত্সায় ভোগান্তির আশঙ্কা
বছর ২১-এর অঙ্কুর গড়াই গতকাল বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল। সেখানেই তার বচসা বেধে যায় বন্ধুদের সঙ্গে। বচসা ক্রমশ এমন পর্যায় পৌঁছয় যে, বঁটি নিয়ে হঠাত্ অঙ্কুরের ওপর ঝাঁপিয়ে পড়ে তারই এক বন্ধু সমীরণ বিশ্বাস। বঁটি দিয়ে কোপ মারতে থাকে অঙ্কুরের উপর। ধারাল অস্ত্রের কোপে লুটিয়ে পড়ে অঙ্কুর। বাড়ির লোক খবর পেয়ে তাকে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
আরও পড়ুন : চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক