বসিরহাট কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
বসিরহাট-কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকার আধা সেনা চাওয়ায়, ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। বাহিনী মোতায়েন হওয়ার পর এলাকার পরিস্থিতি কী? শান্তি ফেরাতে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে? রিপোর্টে এসবই জানতে চেয়েছে নর্থ ব্লক। বসিরহাট কাণ্ডে নজরদারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং।
ওয়েব ডেস্ক : বসিরহাট-কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকার আধা সেনা চাওয়ায়, ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। বাহিনী মোতায়েন হওয়ার পর এলাকার পরিস্থিতি কী? শান্তি ফেরাতে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে? রিপোর্টে এসবই জানতে চেয়েছে নর্থ ব্লক। বসিরহাট কাণ্ডে নজরদারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং।
পাশাপাশি, রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত মেটাতে এবার আসরে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সংঘাত অভিপ্রেত নয়। নিজেদের মধ্যে কথা বলে মতবিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজনাথ সিং। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী দুজনকেই ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল বসিরহাট কাণ্ডে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত প্রকাশ্যে চলে আসে। কেশরীনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয় রাজ্যপালের তরফে।
আরও পড়ুন, "প্রশাসনের ব্যর্থতা ঢাকতে নজর ঘোরানোর চেষ্টা চলছে", ফের তোপ রাজ্যপালের