থিম বৈচিত্র্যে নজর কাড়ছে হুগলীর পুজো

Updated By: Sep 24, 2017, 11:42 AM IST

ওয়েব ডেস্ক : প্রাণের উত্‍সবে মাততে রেডি হুগলিও। নজর কাড়ছে জেলার থিমের বৈচিত্র্য।

আজাদ হিন্দ ক্লাব
থিম: মায়ের ঘরে.. মা এল
৬০ ফুট উচ্চতার পাহাড়। তারই ওপর সপরিবারে  দেবী দুর্গা।  ৬৬ বছরে এটাই চমক চুঁচুঁড়ায় বড়বাজার আজাদ হিন্দ ক্লাবের। মণ্ডপের ভিতর গাছ বাঁচানোর বার্তা।  প্রতিমাও গাছের। শুধুই পুজো নয়। পাশাপাশি,মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দান কেছে ক্লাব কর্তৃপক্ষ।

আখনবাজার সর্বজনীন
থিম: ছৌ
হুগলির পুজোগুলোর মধ্যে অন্যতম নজরকাড়া পুজো আখনবাজার সর্বজনীন।  এবারের থিম ছৌ। পুরুলিয়ার লোকনৃত্যের মুখোশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। ৬৯ বছরে পা দিয়েছে এবারের পুজো।

কেওটা নবীন সংঘ
থিম: ছত্রাক
কাঠের ওপর গজাচ্ছে ছত্রাক। আর সেটাই এবারের কেওটা নবীন সংঘের পুজোর থিম। জগতে কোনও কিছুই ফেলনা নয়।  গাছ শুকিয়ে যাওয়ার পরও কাজে লাগে।  এই ভাবনার রূপদান করা হয়েছে মণ্ডপ জুড়ে। মণ্ডপ ঢুকলেই দেখা মিলনে নানা ধরণের ছত্রাকের।

অজয় সংঘ
থিম: প্রদীপের ইতিকথা
রকমারি প্রদীপ ও আলোর কারসাজি দেখতে চান? চলে আসুন ওলাই চণ্ডিতলার অজয় সংঘের পুজোয়। এখানকার থিম প্রদীপের ইতিকথা। রং-বেরংয়ের প্রদীপ দিয়ে তৈরি মণ্ডপ আপনার নজর কাড়বেই।

আরও পড়ুন, বীরভূমের উত্তর থেকে দক্ষিণে থিমের লড়াই

.