সাঁইথিয়ায় নির্ভয়াকাণ্ডের ছায়া! যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে 'গণধর্ষণ' গৃহবধূকে

Updated By: Sep 11, 2017, 12:21 PM IST
সাঁইথিয়ায় নির্ভয়াকাণ্ডের ছায়া! যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে 'গণধর্ষণ' গৃহবধূকে

ওয়েব ডেস্ক:  সাঁইথিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ করে তার উপরে নির্মম অত্যাচার চালাল ৩ ‌যুবক। এনিয়ে সাঁইথিয়া থানায় একটি অভি‌যোগ দায়ের হয়েছে। অভি‌যুক্ত ৩ ‌যুবকের মধ্যে একজন ওই গৃহবধূর পূর্ব পরিচিত।

গৃহবধূর অভি‌যোগ, রবিবার রাতে তার ঘরে ঢোকে তিন ‌যুবক। তারপর তাকে গণধর্ষণ করে তারা। শুধু তাই নয়, ওই ‌যুবকরা গৃহবধূর ‌গোপনাঙ্গে বোতল ঢুকিয়ে দেয়। প্রতিবেশীদের চেষ্টায় সাঁইথিয়া থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। ভর্তি করা হয় সাঁইথিয়া হাসপাতালে।

উল্লেখ্য, ‌ওই ঘটনায় তারক নামে এক ‌যুবকের বিরুদ্ধে অভি‌যোগ উঠছে। সে ওই গৃহবধূর পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, তারকের সঙ্গে ওই গৃহবধূর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। শুক্রবার কোনও কারণে ওই গৃহবধূকে মারধর করে তারক। তার পরেই রবিবার এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও প‌র্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন-কুলগামে গুলির লড়াইয়ে নিকেশ ২ হিজবুল জঙ্গি, গ্রেফতার ১

Tags:
.