দেনার দায়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী সরকারি চাকুরে স্বামী

দেনার দায় থেকে মুক্তি পেতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী।  ঘটনাটি হাওড়ার লিলুয়ার। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

Updated By: Nov 18, 2017, 04:08 PM IST
দেনার দায়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী সরকারি চাকুরে স্বামী

নিজস্ব প্রতিবেদন: দেনার দায় থেকে মুক্তি পেতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী।  ঘটনাটি হাওড়ার লিলুয়ার। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিলাসী জীবনযাপন করতেন সরকারি কর্মী রাজু সিং। বাজারে প্রচুর টাকা ধারও ছিল। প্রায়ই পাওনাদাররা বাড়ির দরজার কড়া নাড়ত। স্ত্রী সবিতার সঙ্গে এনিয়ে প্রায়ই অশান্তি হত রাজু সিংয়ের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সবিতা ও রাজুর মধ্যে প্রায়ই ঝগড়া হত। শুক্রবার দু'জনের কথা কাটাকাটি শুনতে পান পড়শিরা। 

আরও পড়ুন- মালদায় মা-মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা, বেপাত্তা কাকা

সকালে দরজা ভেঙে পড়শিরা গিয়ে দেখেন, মেঝেতে পড়ে রয়েছেন স্বামী-স্ত্রী। রক্তে ভাসছে গোটা ঘর। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন রাজু সিং। সবিতাদেবীর মা জানিয়েছেন, টাকা পয়সা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হত।  

.