T20-র বেটিংচক্র চালাচ্ছিল কলেজ পড়ুয়ারা, হানা দিয়ে ৬ জনকে ধরল পুলিস

কোতওয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, অভিযানের সময় পুলিশ কে দেখতে পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধরা পরে যায় ৬ যুবক। ধৃতদের বয়স ১৮ - ২৩ এর মধ্যে। 

Updated By: Apr 18, 2018, 04:57 PM IST
T20-র বেটিংচক্র চালাচ্ছিল কলেজ পড়ুয়ারা, হানা দিয়ে ৬ জনকে ধরল পুলিস

নিজস্ব প্রতিবেদন: আইপিএল ঘিরে চলছিল ক্রিকেট বেটিং। বুকিদের ডেরায় হানা দিয়ে ৬ কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল পুলিস। উদ্ধার হল ল্যাপটপ ও মোবাইল ফোন।  মঙ্গলবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে।

আইপিএল নিয়ে শহরে জুয়া চলছে বলে দিনকয়েক ধরেই খবর আসছিল জলপাইগুড়ি জেলার পুলিস ও গোয়েন্দাকর্তাদের কাছে। খবর ছিল, সাধারণ মানুষ তো বটেই, জুয়ায় টাকা লাগাচ্ছেন ছাত্ররাও। মঙ্গলবার রাতে বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের খেলা চলাকালীন শহরের পশ্চিম কংগ্রেস পাড়া এলাকায় বুকিদের ডেরায় সাধারণ পোশাকে হানা দেয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের একটি দল। 

কোতওয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, অভিযানের সময় পুলিশ কে দেখতে পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধরা পরে যায় ৬ যুবক। ধৃতদের বয়স ১৮ - ২৩ এর মধ্যে। 

সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে সংবিধান উপেক্ষা করতে বলেনি : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

পুলিস সূত্রে যানা গেছে ধৃতরা সবাই কলেজ পড়ুয়া। ধৃতদের মধ্যে একজন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র রয়েছে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৭টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও নথি। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

.