আমার দল এভাবে টাকা খায় না, আমি ৬ বছরে টাকা খাইনি, খাবও না

এদিন সেতু ও বৈদ্যুতিক তারের টাওয়ারের নীচ থেকে মাটি কাটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, এসব চলবে না। বিদ্যুতের খুঁটি বা সেতুর তলা থেকে কোনও পরিস্থিতিতেই মাটি কাটা যাবে না। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কেউ এমন করলে দলীয় পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

Updated By: Feb 17, 2018, 08:51 AM IST
আমার দল এভাবে টাকা খায় না, আমি ৬ বছরে টাকা খাইনি, খাবও না

নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ঠিক মতো সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কি না, জানতে বিশেষ দল গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে একথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগ রেখে চলবে এই দল। দলে থাকবেন মুখ্যমন্ত্রী বাছাই করা ব্যক্তিরা। এই প্রথম নিজস্ব নজরদারি দল গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর সভা ছিল কানায় কানায় ভর্তি। সেখানে জেলার জনপ্রতিনিধিদের কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, জনপ্রতিনিধিদের জনসংযোগ ঠিক থাকছে না। বৈঠকে বিধায়কদের ঝাড়গ্রাম জেলা জুড়ে নিবিড় জনসংযোগ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন - বারুইপুর স্টেশন চত্বর থেকে গ্রেফতার তিন অস্ত্র ব্যবসায়ী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এলাকায় সময় দিচ্ছেন না কর্মীরা। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। বদলে দলীয় লোকেদের পাইয়ে দেওযা হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কর্মীদের দলের কাজে মন দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিন সেতু ও বৈদ্যুতিক তারের টাওয়ারের নীচ থেকে মাটি কাটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, এসব চলবে না। বিদ্যুতের খুঁটি বা সেতুর তলা থেকে কোনও পরিস্থিতিতেই মাটি কাটা যাবে না। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কেউ এমন করলে দলীয় পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

দলীয় নেতা কর্মীদের সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার দল এভাবে টাকা তোলে না। আমি ছয় বছরে টাকা তুলিনি, তুলবও না। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মমতা বলেন, এখানে এখন আর মাওবাদীরা নেই। ওদের মানুষ সমর্থন করে না। ঝাড়গ্রামে রাতে বাস চালু করার প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী।

 

 

 

.