জালে পড়ল ২২ কিলোর জ্যান্ত কাতলা, দেখুন
চুঁচুড়া স্টেশন বাজারের মাছের আড়তে বিক্রি হয় বিশালাকার এই দেশি কাতলাটি। দাম উঠল বিশাল...
নিজস্ব প্রতিবেদন : কদিন আগই সুন্দরবনে মত্স্যজীবীদের জালে ধরা পড়েছিল বিশালকার এক তেলে ভোলা। এবার আর সুন্দরবন নয়। চুঁচুড়ার স্থানীয় জেলেদের জালে ধরা পড়ল প্রায় ২২ কিলোর একটি জ্যান্ত কাতলা মাছ। দেখুন সেই পেল্লায় কাতলাকে-
চুঁচুড়া স্টেশন বাজারের মাছের আড়তে বিক্রি হয় বিশালাকার এই দেশি কাতলাটি। মাছ ব্যবসায়ী উজ্জ্বল আলি খান জানিয়েছেন, মাছটির ওজন ২২ কিলোর থেকে মাত্র ২০০ গ্রাম কম। অর্থাত্, মাছটির ওজন ২১ কেজি ৮০০ গ্রাম। এতবড় কাতলা মাছ সচরাচর দেখা যায় না বলেই দাবি করেছেন তিনি। বলেন, এখন পুকুরে অধিক হারে জাল ফেলায় মাছ বেড়ে ওঠার জন্য সময় খুব কম পায়। বেশিরভাগ মাছের ওজনই ২ থেকে ৩ কিলোর বেশি বাড়ে না বলে জানান তিনি।
উজ্জ্বল আলি খানের কাছ থেকে ৩৮০ টাকা কেজি দরে ৮ হাজারেরও বেশি টাকা দিয়ে মাছটি কেনেন চন্দননগরের হারু বেরা। এই মাছ স্থানীয় বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি করবেন বলে জানান হারু বেরা। তাঁদের মতে, ২ হাতেরও বেশি লম্বা মাছটির বয়স ৭ থেকে ১০ বছর হবে।
আরও পড়ুন, সুন্দরবনে জালে 'দৈত্যাকৃতি' মাছ, দেখুন ভিডিও
এতবড় 'পাকা' কাতলা স্বাদে যে অনবদ্য হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আর দেরি না করে পকেটে টাকা নিয়ে এখনই বাজারের থলে হাতে বেরিয়ে পড়াই বুদ্ধিমানের কাজ...