'হাত' ছেড়ে 'ঘাসফুল'-এ কান্দির বিধায়ক অপূর্ব সরকার
দীর্ঘদিন ধরেই রাজ্য কংগ্রেসের সঙ্গে অপূর্ব সরকারের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। বিগত ৬ মাস ধরেই তৃণমূল শিবিরের সঙ্গে কথাবার্তা চলছিল অপূর্ব সরকারের।
নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসে বড়সড় ভাঙন। কংগ্রেস ছাড়লেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। দীর্ঘদিন ধরেই তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন অপূর্ব সরকার।
বিধায়ক হওয়ার পাশাপাশি অপূর্ব সরকার কান্দি পুরসভার চেয়ারম্যানও ছিলেন। এখন তাঁর তৃণমূলে যোগদানের ফলে কান্দি পুরসভাও হাতছাড়া হল কংগ্রেসের। দক্ষ প্রশাসক হিসেবে সুখ্যাতি রয়েছে অপূর্ব সরকারের। ফলে তাঁর দলত্যাগ নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ধাক্কা।
আরও পড়ুন, দুগ্ধাভিষেক ঘিরে ধুন্ধুমার, কেওড়াতলা মহাশ্মশানে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ
এদিন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই শাসকদলে যোগ দেন অপূর্ব সরকার। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পরিবহনমন্ত্রী।
উল্লেখ্য, বুধবারই বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কংগ্রেসকে উদ্দেশ করে 'কান্দিতে সর্বনাশ' করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরই এদিন তৃণমূলে যোগ দেন অপূর্ব সরকার।
আরও পড়ুন, 'কান্দিতে কংগ্রেসের সর্বনাশ আসন্ন', বড়সড় ভাঙনের জল্পনা উসকে দিলেন শুভেন্দু
দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রাজ্য কংগ্রেসের সঙ্গে অপূর্ব সরকারের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। বিগত ৬ মাস ধরেই তৃণমূল শিবিরের সঙ্গে কথাবার্তা চলছিল অপূর্ব সরকারের।