Bengal News LIVE Update: রাজ্যেসভার ভোটে হারলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি

 West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

Last Updated: Tuesday, February 27, 2024 - 20:22
Bengal News LIVE Update: রাজ্যেসভার ভোটে হারলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

27 February 2024, 20:15 PM

হিমাচল প্রদেশের ৬৮ আসনের বিধানসভা কংগ্রেসের বিধায়ক রয়েছেন ৪০ জন।  তার পরেও রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থী হর্ষ মহাজন। ভেটের ফলাফলে দেখা যায় ৩৪-৩৪। তার পরেই লটারি হলে জয়ী হন হর্ষ। 

27 February 2024, 19:30 PM

সন্দেশখালি-প্রশ্নে বাংলার মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে উষ্মা প্রকাশ করলেন তিনি। সন্দেশখালিতে আইনশৃঙ্খলার অবনতির প্রশ্নে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন নির্মলা। তিনি গোটা সিস্টেমটির ভিতরে লুকিয়ে থাকা দুর্নীতির কথাও তুলেছেন। বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল এবং রেশন-দুর্নীতি নিয়েও তিনি রাজ্যের দিকে আঙুল তোলেন অর্থমন্ত্রী।

27 February 2024, 14:00 PM

আগের বার এখান থেকে বিজেপি জিতে গেছিল। আবার ভোটের পর এসে টাকা দেবে, গন্ধা গন্ধা বাত করবে। শীত গ্ৰীষ্ম বর্ষা আমরাই ভরসা: মুখ্যমন্ত্রী 

27 February 2024, 14:00 PM

ভোটের সময় এসে বলে উজালা গ্যাস দেব। ভোটের পর উজালা পাওয়া যায় না: মুখ্যমন্ত্রী 

27 February 2024, 14:00 PM

সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ কে ভালবাসি। ভোটের সময় ভাগাভাগি করি না: মুখ্যমন্ত্রী 

 

27 February 2024, 13:45 PM

আরাবুলবিহীন ভাঙ্গরে আগামী তিন তারিখ জনসভা করতে চলেছে তৃণমূল  কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা এবং ব্রিগেডের প্রস্তুতি হিসেবে এই জনসভা করা হবে। ভাঙ্গরের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস বিভাগ শওকত মোল্লার ডাকে এই সভার আয়োজন হতে চলেছে। 

27 February 2024, 13:45 PM

বিভিন্ন বোর্ডের টাকা থেকে বাড়ি করে দেব। বাংলা ভিখারী নয়। বাংলা হক মাংতা হ্যায়: মুখ্যমন্ত্রী 

27 February 2024, 13:45 PM

৫০ লক্ষ মানুষ কে ১০০ দিনের কাজের টাকা দেব। কেন্দ্রকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন ১০০ দিনের কাজের টাকা দেয়নি। ১ এপ্রিল এর মধ্যে আবাসের টাকা না দিলে আমরা দিয়ে দেব: মুখ্যমন্ত্রী 

27 February 2024, 13:45 PM

২৫১৫ কোটি দেওয়া হল পানীয় জল প্রকল্পের জন্য: মুখ্যমন্ত্রী 

27 February 2024, 13:45 PM

৭২ হাজার কোটি টাকা রঘুনাথপুরে  invest হচ্ছে।  ১৫০ একর জমিতে steel plant  হচ্ছে।১৫০০ কোটি টাকা investment হচ্ছে: মুখ্যমন্ত্রী 

27 February 2024, 13:45 PM

৩৬২.৩ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলাম। ৭১১ কোটি টাকার টোটাল স্পেন্ডিং। প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস হলো। ১০০ দিনের কাজের টাকা দিতে শুরু করেছি। ১০০০ ফরেস্ট গার্ড নিচ্ছি। হাতির আক্রমণে যারা মারা গেছেন পরিবারের একজন চাকরি পাবে ও ৫ লক্ষ টাকা পাবে: মুখ্যমন্ত্রী 

27 February 2024, 12:15 PM

ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, মঙ্গলবার প্রধানমন্ত্রী গগণযান মিশনের জন্য নির্বাচিত ৪ ভারতীয় মহাকাশচারীর নাম ঘোষনা করবেন।

27 February 2024, 11:45 AM

ঙ্গলবার  সকালে সল্টলেকের ই ডি  দপ্তরে হাজিরা দিতে এলেন ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। শেখ শাহজাহানের মাছ সংক্রান্ত ব্যবসা মামলায় ইডি তলব করে  ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে। ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার এই অরুন সেনগুপ্ত। এই কম্পানিটি চিংড়ি  রপ্তানির সাথে যুক্ত। সূত্রের খবর , এই কোম্পানির সাথেই শেখ শাহজাহানের ব্যবসায়িক যোগাযোগ ছিল। ইতিমধ্যে শুক্রবার অরুণ সেনগুপ্তর বিরাটির বাড়িতে তল্লাশি  করেছে ই ডি।  সোমবার  ই ডি দফতরে হাজিরা দেয় অরুণ সেনগুপ্তর মেয়ে। এরপর মঙ্গলবার ইডি দফতরে আসলেন  অরুন সেনগুপ্ত।

27 February 2024, 11:00 AM

স্বেচ্ছাসেবী সংস্থার Fact Finding Team এর সদস্যদের সন্দেশখালি যেতে বাধা, গ্রেফতার পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংস্থা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি কৌশিক চন্দের। 

27 February 2024, 11:00 AM

আজ সন্দেশখালিতে সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, চলচিত্র শিল্পী, পরিচালক প্রমুখরা সন্দেশখালির গ্রামে গ্রামে গেলেন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনছেন তারা ১৪৪ ধারা থাকায়  চারজন করে ভাগ হয়ে গেলেন গ্রামে। বাদশা মৈত্র,দেবদূত ঘোষ,সৌরভ পৌলধী, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায় । 

27 February 2024, 10:15 AM

কাদাপাড়া জুটমিলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। আরও কয়েকটি ইঞ্জিন নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। 

27 February 2024, 10:15 AM

লোকসভা ভোটের আগে মমতার ফোকাস জঙ্গলমহলে। তিন দিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলায় প্রশাসনিক সভার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন। আজ পুরুলিয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাঁকুড়ার মুকুটমণিপুরে যাবেন তিনি। বুধবার বাঁকুড়ারই খাতড়ায় প্রশাসনিক সভা। বৃহস্পতিবার ঝাড়গ্রাম হয়ে কলকাতায় ফেরার কথা মমতার।জঙ্গলমহলের তিন জেলার চারটি লোকসভা কেন্দ্রে বিজেপি জেতে। লোকসভা ভোটে বিজেপির হাত থেকে আসনেই লক্ষ্য তৃণমূলের।

27 February 2024, 09:30 AM

মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করল পুলিস। সন্দেশখালি যাওয়ার পথে সায়েন্স সিটিতে বাধা পান তিনি। ১৪৪ ধারা লঙ্ঘনের যুক্তিতে প্রথমে বাধা, পরে গ্রেফতার। নওশাদের প্রশ্ন, সন্দেশখালি কবে থেকে কলকাতা পুলিসের আওতায় এল? পুলিসের ব্যারিকেড ভাঙিনি তবু গ্রেফতার। 

27 February 2024, 09:30 AM

লোকসভা ভোটের আগে রণকৌশল বৈঠকে মমতা। দুর্গাপুরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভায় গুরুত্ব দিতে নির্দেশ। আসানসোল দক্ষিণে প্রদীপ মজুমদারকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ। কুলটিতে বিধান উপাধ্যায়কে বাড়তি নজর দেওয়ার নির্দেশ। সব বিধানসভায় এখন থেকে চষে ফেলার নির্দেশ মমতার। সবাইকে একসঙ্গে সক্রিয় হয়ে নামতে হবে,নির্দেশ মমতার। পশ্চিম বর্ধমান জেলার নেতাদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

27 February 2024, 09:30 AM

বারাসতে মোদীর সভার দিনই শহরে পথে মমতা? লোকসভা ভোটের প্রচারে আটই মার্চ পথে নামছে তৃণমূল। শহরে পদযাত্রায় যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করবে তৃণমূল। তৃণমূলের অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার ও নারী উন্নয়ন। আটই মার্চ রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। 

 

27 February 2024, 09:30 AM

উনিশে লোকসভা ভোটের ফলের পুনরাবৃত্তি রুখতে মুখ্যমন্ত্রীর ফোকাস জঙ্গলমহলে।আজ পুরুলিয়ায় সভা। বিকেলে মুকুটমণিপর। বৃহস্পতিবার ঝাড়গ্রাম হয়ে কলকাতায় ফেরার কথা মমতার।

 

27 February 2024, 09:30 AM

সন্দেশখালি নিয়ে জি চব্বিশ ঘণ্টায় প্রথম মুখ খুললেন নুসরত। রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। যেটা ভুল সেটার বিচার হওয়া উচিত। কোনও অন্যায়ের পাশে দল বা মুখ্যমন্ত্রী কেউই নেই।  মন্তব্য বসিরহাটের তৃণমূল সাংসদের।