Bengal News LIVE Update: ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, পুলিসের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা বিজেপির

West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Last Updated: Monday, March 4, 2024 - 13:56
Bengal News LIVE Update: ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, পুলিসের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা বিজেপির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

4 March 2024, 14:00 PM

করুণাময়ী মেট্রো স্টেশনে ধুন্ধুমার আন্দোলন এবং তার পরের দিন কুনাল ঘোষের বাড়ি গিয়েও তার সঙ্গে দেখা করতে না পারার পর ফের সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য অভিনব কায়দায় আন্দোলন টেট ২০২২ চাকরি প্রার্থীদের। শিয়ালদহ স্টেশনের সামনে মাথা মুড়িয়ে প্রতীকী চাকরি প্রার্থীদের মৃতদেহ মড়ার খাটিয়ায় রেখে শ্রাদ্ধ করে আন্দোলন। এরপর শিয়ালদহ থেকে এ পি সি রোড ধরে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন টেট ২০২২ এর প্রায় চারশ চাকরি প্রার্থী। 

 

4 March 2024, 12:15 PM

কুণাল আমায় বোঝাতে এসেছে বলে শোকজ: তাপস রায় 

4 March 2024, 12:15 PM

দুর্নীতি, সন্দেশখালি আমায় নাড়া দিয়েছে: তাপস রায় 

4 March 2024, 12:15 PM

ইডি অভিযানের পরে দল পাশে দাঁড়ায়নি: তাপস রায় 

4 March 2024, 12:15 PM

দলেরই অনেকে ষড়যন্ত্র করেছে: তাপস রায়

4 March 2024, 12:15 PM

দলে অপমান অবহেলার  শিকার: তাপস রায় 

4 March 2024, 10:45 AM

এবার কি জনতার আদালতে বিচারপতি? পুরোপুরি ওড়ালেন না রাজনীতিতে যোগদানের সম্ভাবনা। অসহায় মানুষের জন্য কাজ করতে চান। শুধুমাত্র রাজনীতিই সেই সুযোগ দিতে পারে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। 

4 March 2024, 10:45 AM

ইস্তফার আগে আজ আদালতে শেষ দিন। হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্রে সইয়ের পর বিদায় বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। কাল রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র। বিচারপতির পরবর্তী কর্মসূচিতে নজর সব মহলের। 

4 March 2024, 10:45 AM

তাপস রায়ের দলত্যাগের জল্পনার মধ্যেই আসরে তৃণমূল নেতৃত্ব। দল ছাড়বেন না। বোঝাতে পরিষদীয় মন্ত্রীর বাড়িতে কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। মানভঞ্জন হবে? জল্পনা তুঙ্গে। 

4 March 2024, 10:30 AM

মুখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। হাতে রঙের তুলি নিয়ে দেওয়াল লিখন করলেন দক্ষিন মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা জেলার ইংরেজবাজার পুরসভার ৩নং ওয়ার্ডে এইভাবে জনসংযোগ করলেন তিনি।

4 March 2024, 10:30 AM

দুয়ারে লোকসভা, তার আগেই প্রধানমন্ত্রী সোমবার ৪ মার্চ থেকে ২৯ টি প্রোগ্রামে যোগ দিতে দেশের ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১০ দিনের সফরে যাবেন। 

4 March 2024, 10:30 AM

বিজেপির কলকে তামাক খাচ্ছেন নওশাদ। লোকসভা ভোটের পরে সর্ষের ফুল দেখবে ভাঙ্গরে হুঁশিয়ারি শওকতের।

4 March 2024, 10:30 AM

মাসিক ভাতা বাড়ানো, অতিরিক্ত কাজের ভাতা প্রদান সহ একাধিক দাবিতে ১ লা মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন আশাকর্মীরা। পুরুলিয়ার প্রায় ১৮০০ আশাকর্মী সহ রাজ্যের প্রায় ৬০ হাজার আশাকর্মী এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। 

4 March 2024, 10:15 AM

দু ফোঁটার বদলে এক শিশু পুত্রকে পুরো ১ শিশি পালস পোলিও খাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পোলিও সেন্টারের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি বলে অভিযোগ।

4 March 2024, 10:15 AM

উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসবে কাল মঙ্গলবার। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। দখিনা হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প পুর্ণ পূবালী হাওয়ার সংঘাতে বৃষ্টি।