পাহাড়ে এবার দেড় লক্ষ ভোটে জিতবে তৃণমূল: বিনয় তামাং

বিনয় তামাং বলেন, বিমল গুরুং পাহাড়ে ফিরলে কোনও আপত্তি নেই। তবে পাহাড়ের মানুষ তার পাশে নেই

Updated By: Apr 6, 2019, 08:12 AM IST
পাহাড়ে এবার দেড় লক্ষ ভোটে জিতবে তৃণমূল: বিনয় তামাং

নিজস্ব প্রতিবেদন: পাহাড়ে তৃণমূলকে থামিয়ে দেওয়া ক্ষমতা কারও নেই। কমপক্ষে দেড় লাখ ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী। এমনটাই দাবি করলেন মোর্চা নেতা বিনয় তামাং।

আরও পড়ুন-রাহুলকে হারিয়ে ডিজিটাল দুনিয়ায় হিরো নরেন্দ্র মোদী, দাবি মার্কিন সমীক্ষার

কেন জিতবে? তামাংয়ের দাবি, দুবার বিজেপিকে জিতিয়েছে পাহাড়ের মানুষ। কোনও লাভ হয়নি। মানুষের কোনও সমস্যার সমাথান আলুয়ালিয়ারা করতে পারেননি। এখন পাহাড়ে শান্তি এসেছে। অপরাধের হার কমেছে। এবার ভোটে তাই জোর দেওয়া হচ্ছে স্থানীয় ইস্যুর ওপরেই। গোর্খাদের আইডেনটিটির ওপরে জোর দিচ্ছে দল। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবি এবার প্রচারে আনা হচ্ছে না।

এবার ভোটে বিজেপিকে সমর্থন করছে বিমল গুরুংপন্থী মোর্চা। অতীত শত্রুতা ভুলে গুরুং শিবিরের কাছাকাছি এসেছে জিএনএলএফ। একযোগে সমর্থন জোগাচ্ছে গেরুয়া শিবিরকে। ফলে এবারও দার্জিলিং নিয়ে বেশ আশাবাদী বিজেপি। রাজু সিং বিস্তাকে এবার দার্জিলিংয়ে প্রার্থী করেছে বিজেপি। এনিয়ে ইতিমধ্যেই ক্ষোভ শুরু হয়েছে। ফলে সেদিক থেকেও একটা চাপে রয়েছে বিজেপি।

আরও পড়ুন-পক্ষপাতিত্বের অভিযোগ, কলকাতা ও বিধাননগরের পুলিস কমিশনারকে সরাল নির্বাচন কমিশন

বিমল গুরুং পাহাড়ে ফিরলে ভোটে তার প্রভাব পড়বে কিনা? এই সম্ভাবনাকে উড়িয়ে দিলেন বিনয় তামাং। সম্প্রতি বিমল গুরুং পাহাড়ে ঢুকতে গিয়েও গ্রেফতারের আশঙ্কার শেষপর্যন্ত পিছিয়ে যান।

এনিয়ে বিনয় তামাং বলেন, বিমল গুরুং পাহাড়ে ফিরলে কোনও আপত্তি নেই। তবে পাহাড়ের মানুষ তার পাশে নেই। ফলে গুরুংয়ের প্রভাব ভোটে পড়বে না। এবার দার্জিলিংয়ে তৃণমূল কমপক্ষে দেড় লক্ষ ভোটে জিতবে। শিলিগুড়িতে বিজেপির সভায় খুবই কম লোক গিয়েছিল।

.