“রথের সামনে চাপা পড়বে উন্নয়ন”, অনুব্রতকে পাল্টা কটাক্ষ লকেটের
তদন্তে পুলিস জানতে পেরেছে, গ্রামে অশান্তি ছড়ানোয় পুজোর ক’দিন বাড়ি ছাড়া ছিলেন তাপস। ঘটনার আগেরদিন দুপুরেই বাড়ি ফিরেছিলেন।
নিজস্ব প্রতিবেদন: “রথের সামনে চাপা পড়ে যাবে উন্নয়ন।” বীরভূমের লাভপুরে দলীয় কর্মী তাপস বাগদির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বোলপুর এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর সময় বললেন বিজেপিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই লাভপুরে সভায় অনুব্রত মণ্ডল বলেন, “অমিত সাহের রথের সামনে দাঁড়িয়ে থাকবে উন্নয়ন।”এদিন তারই পাল্টা দেন লকেট চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর লাভপুরের দাঁড়কা গ্রামের বাসিন্দা তাপস বাগদির অস্বাভাবিক মৃত্যু হয়। ২১ অক্টোবর রাত থেকে লাভপুরের দাঁড়কা গ্রামের বাসিন্দা তাপস বাগদি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা তাঁর খোঁজ শুরু করেন। রাতেই নদীর ধারে জঙ্গল থেকে তাপসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: এবার লাভপুর! ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
তদন্তে পুলিস জানতে পেরেছে, গ্রামে অশান্তি ছড়ানোয় পুজোর ক’দিন বাড়ি ছাড়া ছিলেন তাপস। ঘটনার আগেরদিন দুপুরেই বাড়ি ফিরেছিলেন। সন্ধ্যায় পাশেই চায়ের দোকানে যাবেন বলে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাতে ফিরে না আসায় খোঁজ শুরু হয়।
বীরভূম জেলা পুলিশ সুপার কুণাল আগারওয়াল সাংবাদিক বৈঠক করে এটিকে আত্মহত্যার ঘটনা বলেন। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। মঙ্গলবার আবারও বোলপুর এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। তাপস বাগদির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি ও সিবিআই তদন্তেরও দাবী করেন লকেট চট্টোপাধ্যায়।