৪২টা আসন নিয়েই দিল্লি দখল করব, আরামবাগের সভায় প্রত্যয়ী মমতা

প্রধানমন্ত্রী শুধু রক্তচক্ষু দেখান: মমতা

Updated By: Apr 23, 2019, 02:12 PM IST
৪২টা আসন নিয়েই দিল্লি দখল করব, আরামবাগের সভায় প্রত্যয়ী  মমতা

নিজস্ব প্রতিবেদন: বাংলায় নয়, ৪২ টা সিট নিয়েই দিল্লি দখলের ডাক দিলেন আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে এসে কী বললেন তিনি, দেখুন এক নজরে...
 
 বিজেপি জানে সারা ভারতে ওরা হারবে: মমতা

বিজেপির সুবিধার জন্যই রাজ্যে ৭ দফায় ভোট: মমতা

প্রধানমন্ত্রী নিজের নামে সিনেমা বানান: মমতা

প্রধানমন্ত্রী শুধু রক্তচক্ষু দেখান: মমতা

বাংলাকে এত ভয় যে পুলিসে ভরসা নেই ওদের: মমতা

তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে: মমতা

বুথের মধ্যে ঢুকে বলছে বিজেপিকে ভোট দিন: মমতা

বাংলায় প্রচারে কত টাকা খরচ করেছে বিজেপি: মমতা

কেন প্রচারে বারবার সেনা হাতিয়ার: মমতা

কেন পুলওয়ামায় এত জওয়ানকে শহিদ হতে হল: মমতা

আরএসএস-এর লোক টাকার বান্ডিল নিয়ে বসে আছে: মমতা

বাংলায় একটিও ভোট পাবে না বিজেপি: মমতা

বিদায় দিন কংগ্রেস সিপিএমকেও: মমতা

সারা ভারতেই আসন পাবে না বিজেপি: মমতা

এরা হিন্দু ধর্ম মানে না, ওদের ধর্ম দাঙ্গা: মমতা

বিজেপি 'রাম কা নাম' বদনাম করছে: মমতা

ভোট কেনার চেষ্টা করছে আরএসএস, নজর রাখুন: মমতা

বিজেপি থাকলে মানুষের অধিকার থাকবে না: মমতা

৪২টা সিট নিয়েই দিল্লি দখল করব: মমতা

সকলকে নিয়ে সরকার গড়ব: মমতা

বিজেপি দেশ ভাঙতে চাইছে: মমতা

.