ফোন কানে বুথে, হরকা বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ কমিশনের

আগেই সেখানকার প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন।

Updated By: Apr 18, 2019, 06:15 PM IST
ফোন কানে বুথে, হরকা বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ কমিশনের

নিজস্ব প্রতিবেদন : ফোন কানে বুথে ঢোকার ঘটনায় হরকা বাহাদুর ছাত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। হরকা বাহাদুর ছেত্রী কেন ফোন নিয়ে বুথে ঢুকেছিল? প্রশ্ন কমিশনের। স্থানীয় থানায় হরকা বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেই কানে ফোন নিয়ে বুথে ঢোকার ঘটনায় কড়া পদক্ষেপ করে কমিশন। হরকা বাহাদুর ছেত্রী কানে ফোন নিয়ে বুথে ঢোকায়, সেখানকার প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন। প্রসঙ্গত, ঘটনাটি কালিম্পংয়ের ১১০ নম্বর বুথের। এদিন সকালে দেখা যায়, কানে ফোন নিয়ে বুথে ঢুকেছেন হরকা বাহাদুর ছেত্রী। এমনকি কানে ফোন নিয়েই ভোট দেন নির্দল প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী।

আরও পড়ুন, চোপড়ায় ভোট দেননি ১৫০ জন! 'ভালো নির্বাচন হচ্ছে', বললেন বিশেষ পর্যবেক্ষকও

সংবাদমাধ্যমে এই ছবি প্রচার হতেই উসকে ওঠে বিতর্ক। যদিও হরকা বাহাদুর ছেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, "নিয়ম জানা ছিল না। আপত্তি করলে ফোন রেখে দিতাম। কিন্তু কেউ আপত্তিও করেননি।" উল্লেখ্য, কমিশনের নিয়ম অনুযায়ী বুথের মধ্যে ফোনের ব্যবহার নিষিদ্ধ।

.