সুকমায় মাওবাদী হানায় মৃত জওয়ানদের বাড়িতে গেলেন জেলা সফররত মুখ্যমন্ত্রী
শোকে ভারী পরিবেশ। কান্নার রোল। যে বিপর্যয় নেমে এসেছে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। সুকমায় মাওবাদী হানা কেড়ে নিয়েছে এরাজ্যের তিন জন জওয়ানের প্রাণ। যার মধ্যে দুজন কোচবিহারের বাসিন্দা। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে, তাঁদের সমবেদনা জানাতে জওয়ানদের বাড়িতে পৌছে গেলেন জেলা সফররত মুখ্যমন্ত্রী। কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিটের বাসিন্দা কৃষ্ণকুমার দাস। CRPF-এর সাব ইন্সপেক্টর ছিলেন তিনি।
ওয়েব ডেস্ক: শোকে ভারী পরিবেশ। কান্নার রোল। যে বিপর্যয় নেমে এসেছে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। সুকমায় মাওবাদী হানা কেড়ে নিয়েছে এরাজ্যের তিন জন জওয়ানের প্রাণ। যার মধ্যে দুজন কোচবিহারের বাসিন্দা। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে, তাঁদের সমবেদনা জানাতে জওয়ানদের বাড়িতে পৌছে গেলেন জেলা সফররত মুখ্যমন্ত্রী। কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিটের বাসিন্দা কৃষ্ণকুমার দাস। CRPF-এর সাব ইন্সপেক্টর ছিলেন তিনি।
আরও পড়ুন খড়দহের বড় বাগানে অপটিক্যাল ফাইবারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
তাঁর বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়। গত দোসরা এপ্রিলই বিয়ে হয় কৃষ্ণকুমার দাসের। কাজের খাতিরে, দায়িত্বের দায়ে এরপরই চলে যান সুকমায়। কে জানত, এভাবে সব শেষ হয়ে যাবে! নিহত আরেক জওয়ান বিনয়চন্দ্র বর্মনও কোচবিহারের বাসিন্দা। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্যের পাশাপাশি, নিহতদের পরিবারের একজনকে চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন বাড়ির সামনে জলের কল বসানো নিয়ে বিবাদ, গ্রামবাসীরা পাড়া ছাড়া করল দম্পতিকে