নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু

 নোয়াপাড়ায় দলীয় প্রার্থী হিসাবে প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর নাম ঘোষণা করল বিজেপি।

Updated By: Jan 7, 2018, 05:21 PM IST
নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু

নিজস্ব প্রতিবেদন:  নোয়াপাড়ায় দলীয় প্রার্থী হিসাবে প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর নাম ঘোষণা করল বিজেপি।

বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের সঙ্গে দেখা করেন মঞ্জু বসু। তখন থেকেই মঞ্জুর পদ্ম শিবিরে যোগদানের বিষয়ে জল্পনা বাড়ছিল। এরপর আজ কেন্দ্রীয় বিজেপির তরফে, উপনির্বাচনের প্রর্থী তালিকা প্রকাশের মাধ্যমে সেই জল্পনায় ইতি টানা হল।

আরও পড়ুন: নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী হতে পারেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক

২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তৃণমূলের বিধায়ক ছিলেন মঞ্জু বসু। কিন্তু ২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোট প্রার্থী মধুসূদন ঘোষের কাছে হারেন তিনি। এই উপনির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী না করায়, রীতিমত ক্ষুব্ধ ছিলেন মঞ্জু বসু। তাঁর অভিযোগ, দলে সামান্য সম্মানটুকুও পাচ্ছিলেন না তিনি। আর সেজন্যই গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়েছেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে।

রবিবার দিল্লি থেকে সবুজ সঙ্কেত মেলার পরই নোয়াপাড়ায় প্রার্থী হিসাবে মঞ্জু ঘোষের নাম ঘোষণা করে বিজেপি। বিজেপি দফতর থেকে যে দুটি নাম পাঠানো হয়েছিল প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে, তার একটিও গ্রহণ হয়নি। মঞ্জু ঘোষ প্রার্থী হওয়াতে মুকুল গোষ্ঠীরই জয় হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

.