‘মমতার সব ও জানে, আমার সঙ্গে যোগাযোগ করেন অনেকেই’, শোভন প্রসঙ্গে কোন ইঙ্গিত মুকুলের?

মমতা সম্পর্কে কোন সবকিছু শোভনের জানেন? সেগুলি কোন তথ্য?  এক্ষেত্রেও মুকুলের মন্তব্য তলিয়ে ভাবার রয়েছে বলে মত রাজনৈতিক কূটনীতিকদের।

Updated By: Mar 12, 2018, 04:27 PM IST
‘মমতার সব ও জানে, আমার সঙ্গে যোগাযোগ করেন অনেকেই’, শোভন প্রসঙ্গে কোন ইঙ্গিত মুকুলের?

নিজস্ব প্রতিবেদন:  একসময়ের দলীয় সতীর্থ, কিন্তু আজ তাঁদের পথ আলাদা। শোভন যখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, দলের সঙ্গে তাঁর বিচ্ছেদ যখন কেবল সময়েরই অপেক্ষা, ঠিক তখনই শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন মুকুল রায়। মুকুল বললেন, ‘উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোক। মমতার সমস্ত ও জানে।‘

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে সোমবার নদিয়ার রানাঘাটে গিয়েছিলেন মুকুল রায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভন প্রসঙ্গে মুখ খোলেন। আর তাতেই জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: ঘড়ি নিয়ে ঢুকতে পারছে না পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ছড়াল অসন্তোষ

মুকুল বলেন, ‘বহু নেতাই আমার সঙ্গে যোগাযোগ করছেন। সেরকম হলে তৃণমূল দলটাই ভেঙে যাবে।‘ মুকুলের এই কথা যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। শোভন প্রসঙ্গে কথা বলতে গিয়ে, কেনই বা মুকুল একথা বললেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ‘ও চাইলে ফিরে আসুক, আমি অপেক্ষা করতে রাজি’

মমতা সম্পর্কে কোন সবকিছু শোভনের জানেন? সেগুলি কোন তথ্য?  এক্ষেত্রেও মুকুলের মন্তব্য তলিয়ে ভাবার রয়েছে বলে মত রাজনৈতিক কূটনীতিকদের।

আরও পড়ুন: ‘ও বাড়ি শোভনেরই নয়’, চাঞ্চল্যকর দাবি রত্নার

অন্যদিকে, শোভন প্রসঙ্গে বিজেপিনেতা দিলীপ ঘোষ বলেন, ‘সব নোংরা আমরা নেব কেন?  তাদের কাছেই থাক। আমরা তাদের নিয়ে নেব, এমন অবস্থা বিজেপির হয়নি।‘

 

.