দিঘার সমুদ্রে ভূতুড়ে জিনিস! আতঙ্কিত মত্স্যজীবী, পর্যটক, প্রশাসন

দু’একজন দেখলেও এতদিন সেভাবে কারোর নজরে পড়েনি। এবার প্রত্যেকেই বিষয়টি নিয়ে সচেতন। 

Updated By: Aug 1, 2018, 12:14 PM IST
দিঘার সমুদ্রে ভূতুড়ে জিনিস! আতঙ্কিত মত্স্যজীবী, পর্যটক, প্রশাসন

নিজস্ব প্রতিবেদন:  কানাঘুষো শোনা গিয়েছিল। দু’একজন দেখলেও এতদিন সেভাবে কারোর নজরে পড়েনি। এবার প্রত্যেকেই বিষয়টি নিয়ে সচেতন। দিঘার সমুদ্রে দেখা যাচ্ছে ভূতুড়ে ‘জিনিস’। আতঙ্কিত মত্স্যজীবীরা। বিপদের শঙ্কায় পর্যটকরাও। এমনকি রাতের ঘুম ছুটছে পুলিসেরও।

কী সেই ‘জিনিস’?

 মাঝসমুদ্রে ভাসছে জনমানবহীন কালো ট্রলার। নেই রেজিস্ট্রেশন বা কোনও দেশের পতাকা। দিঘা উপকূলে ভুতুড়ে ট্রলারের আতঙ্ক ঘুম উড়েছে মত্‍সজীবীদের। স্বাধীনতা দিবসের আগে কোনও নাশকতা ঘটানোর ছক নয় তো? ট্রলারের খোঁজে হয়রান পুলিস, কোস্টগার্ড।

আরও পড়ুন: এই মহিলাকে চমকে দিতে না জানিয়েই বাড়ি ফিরেছিলেন স্বামী, ঘরে ঢুকে দেখলেন...

রুপোলি পর্দায় জলদস্যুদের সেই ভুতুড়ে জাহাজ হঠাত্‍ জেগে ওঠে সমুদ্রের বুকে। নেমে আসে জলদস্যুদের ভূতেরা। রুপোলি পর্দার সেই ছবিই যেন উঠে আসছে দিঘার সমুদ্রে। কালো রঙের একটি ট্রলার। যার গায়ে নেই কোনও রেজিস্ট্রেশন নম্বর। নেই কোনও দেশের পতাকা। ট্রলারে দেখা মেলেনি কোনও মত্স্যজীবীর। অথচ কয়েকদিন ধরে এমনই এক ট্রলারের দেখা মিলছে দিঘার উপকূলে।

আতঙ্ক ছড়িয়েছে দিঘা, পেটুয়া উপকূলের মত্স্যজীবীদের মধ্যে। কারও চোখে পড়ছে মাছ ধরতে যাওয়ার সময়, কেউ দেখছেন ফেরার সময়। সিগন্যাল দিলেও মিলছে না কোনও উত্তর।

৩ দিন আগে এই ট্রলারটিকে দেখা যায় ভোগপুর থেকে ৮ নটিক্যাল মাইল দূরে। সিগন্যাল দিলেও তার কোনও প্রত্যুত্তর আসেনি।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে এই যুবকের চোখের চাহনিতেই গলেছিল ১৯ বছরের তরুণী, পরিণতি...

প্রশ্ন উঠছে...

কোথা থেকে আসছে এই ট্রলার?

কারাই বা কী উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে?

আরও পড়ুন: কীসের আশায় সূচ খেত অষ্টম শ্রেণির ছাত্রী? জানলে আঁতকে উঠবেন আপনিও

মত্স্যজীবীরা ঘটনাটি জানান কাঁথির সহ মত্স্য অধিকর্তাকে। তিনি বিষয়টি পুলিস ও প্রশাসনের নজরে এনেছেন। নড়েচড়ে বসেছে দিঘা কোস্টাল ও জুনপুট কোস্টাল থানার পুলিস। স্বাধীনতা দিবসের আগে কোনও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এই ট্রলারের আগমন নয় তো? দিঘায় ভেসে বেড়াচ্ছে রহস্যের গন্ধ।

.