গরুতে খেয়েছে ফসল, নাবালিকাকে বিবস্ত্র করে মারধর প্রতিবেশীর
ধান জমিতে গরু ঢুকে যাওয়ায় নাবালিকাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগের উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার। এই ঘটনা সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির পুলিস সুপার অমিতাভ মাইতি।
![গরুতে খেয়েছে ফসল, নাবালিকাকে বিবস্ত্র করে মারধর প্রতিবেশীর গরুতে খেয়েছে ফসল, নাবালিকাকে বিবস্ত্র করে মারধর প্রতিবেশীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/22/118161-dnlrgwr.jpg)
নিজস্ব প্রতিবেদন : ধান জমিতে গরু ঢুকে যাওয়ায় নাবালিকাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগের উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার। এই ঘটনা সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির পুলিস সুপার অমিতাভ মাইতি।
আরও পড়ুন, মদ খেয়ে বিয়ে করতে এসে তুলকালাম বরের, ফিরতে হল 'বউ' ছাড়া খালি হাতেই!
৮ মে ময়নাগুড়ির রথের হাট এলাকার বাসিন্দা ওই নাবালিকার বাছুর প্রতিবেশী নানু বর্মনের ধান ক্ষেতে ঢুকে যায়। দুপুরে নাবালিকার পরিবার জানতে পারে বাছুরটিকে বেঁধে রেখেছে নানু বর্মন। এরপর নাবালিকা বাছুরটিকে আনতে গেলে তাকে বিবস্ত্র করে দা এর বাঁট দিয়ে এলোপাথাড়ি বুকে ও পিঠে মারা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, স্কুলের মধ্যে ২ ছাত্রীকে লাগাতার ধর্ষণ শিক্ষকের, কাউকে জানালে টুকরো টুকরো কেটে ফেলার হুমকি
গুরুতর জখম অবস্থায় নাবালিকাকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমাবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, লজ্জায় ঘরবন্দি অবস্থাতেই দিন কাটছে নাবালিকার। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও আতঙ্ক এখনও কাটেনি।