উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টির পূর্বাভাস
Updated By: Jul 20, 2017, 08:57 AM IST
ওয়েব ডেস্ক: ওড়িশায় নিম্নচাপের জের। বুধবার দুপুর থেকে বৃষ্টি কলকাতা ও দক্ষিবঙ্গে। রাতভর বৃষ্টি। সকাল থেকেও আকাশের মুখ ভার। মাঝে মধ্যে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ওড়িশার স্থলভাগে ঢুকে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের অভিমুখ ছত্তিসগড় ও মধ্যপ্রদেশ। এর জেরে এই তিন রাজ্যেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আরও পড়ুন- বর্ষার কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু; চিকিত্সায় গাফিলতির অভিযোগে উত্তেজনা