১জুন নয়, কবে খুলবে তারাপীঠ মন্দির? বৈঠকে কী সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ?

বৈঠকের পর কমিটি জানিয়েছে, সংক্রমণ এড়ানোর জন্য মন্দিরে যথাযথ সুরক্ষাবিধি মানতে হবে।

Updated By: May 30, 2020, 04:14 PM IST
১জুন নয়, কবে খুলবে তারাপীঠ মন্দির? বৈঠকে কী সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ?

নিজস্ব প্রতিবেদন:  মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ১ জুন থেকে তারাপীঠ মন্দির খুলবে না। শনিবার বৈঠক করে জানিয়ে দিল তারাপীঠ মন্দির কমিটি।
বৈঠকের পর কমিটি জানিয়েছে, সংক্রমণ এড়ানোর জন্য মন্দিরে যথাযথ সুরক্ষাবিধি মানতে হবে। সেই ব্যবস্থাগুলি করতে কিছুটা সময় লাগবে। যে পন্থা নিতে চলেছে মন্দির কর্তৃপক্ষ...
মন্দিরের সামনে বসবে স্যানিটাইজ গেট
তার মধ্যে দিয়েই সকলকে মন্দিরে ঢুকতে হবে

আমফানের পর কেমন রয়েছে বেলুড় মঠ? কী বললেন স্বামীজিরা?
প্রত্যেকের মুখে মাস্ক, গালভস আবশ্যক
মন্দিরে ১০ জনের বেশি ভক্ত নয়
কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে মন্দির চত্বর।
আপাতত মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, যদি সব ব্যবস্থা করা সম্ভব হয় তাহলে ১৫ জুন মন্দির খুলতে পারে। তবে তার আগে আগামী ১৪ তারিখ আরও একটি বৈঠকে বসবে কর্তৃপক্ষ, তারপরই মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে খুলছে না দক্ষিণেশ্বর, বেলুড় মঠও। সেখানেও আগে যথাযথ সুরক্ষাবিধির ব্যবস্থা করার পরই মন্দির খোলা হবে।
 

.