লাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা পেল আপ পদাতিক এক্সপ্রেস

Updated By: Nov 5, 2017, 08:51 AM IST
লাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা পেল আপ পদাতিক এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি : অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ পদাতিক এক্সপ্রেস। মালদার সামসি স্টেশনের কাছে লাইনে ফাটল দেখা দেয়। সঙ্গে সঙ্গেই দাঁড় করিয়ে দেওয়া হয় শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ারগামী ট্রেনটি। পরে অবশ্য ডাউন লাইন দিয়ে সেটিকে রওনা করিয়ে দেওয়া হয়।

জানা গেছে, রবিবার সকালে হঠাত্ই চোখে পড়ে লাইনে ফাটল। সামসি স্টেশনের কাছে সেই ফাটল চোখে পড়ে। সঙ্গে সঙ্গেই দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি। পদাতিক এক্সপ্রেসের পাশাপাশি এই ঘটনার ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন।

এদিকে খবর পেয়ে সেখানে যান রেলের পদস্থ কর্তারা। শুরু হয়েছে মেরামতির কাজ।

.