তৃণমূল নেতা খুনের জেরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে ভাঙচুর

Updated By: Nov 4, 2017, 07:52 PM IST
তৃণমূল নেতা খুনের জেরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল নেতা খুনের জের। উত্তপ্ত বীরভূমের ইলামবাজার। অভিযুক্ত জেলা পরিষদ কর্মধ্যক্ষের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ মৃতের অনুগামীদের বিরুদ্ধে। খুনীদের শাস্তির দাবিতে অবরোধ ৬০ নম্বর জাতীয় সড়কে।

তৃণমূল নেতা খুনের প্রতিবাদে এভাবেই ছড়িয়ে পড়ল বিক্ষোভের আগুন। দোষীদের শাস্তির দাবিতে শুনমুনি গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মৃতের অনুগামীরা। রাতে বাইক নিয়ে কারখানা থেকে ফিরছিলেন তৃণমূল নেতা সফিউল শেখ। আচমকাই হামলা। প্রথমে লাঠি দিয়ে বেদম মার। শেষে পরপর ধরালো অস্ত্রের কোপ।

ঘুমন্ত ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন

আর এই খুন ঘিরেই ওঠে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। তৃণমূল ব্লক সভাপতি জাফারুল গোষ্ঠীর অনুগামী ছিলেন সফিউল। বিরোধী শেখ দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। ক্ষিপ্ত অনুগামীরা চড়াও হয় ঘুড়িশা গ্রামে দুলাল অনুগামী শেখ কালামের বাড়িতে। চলে মারধর ভাঙচুর। দুলাল অনুগামী সফিউল শেখকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই থম থম করছে গোটা এলাকা। দুই গ্রামেই চলছে পুলিসি টহল।

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে বিয়ের ছবি ছড়িয়ে দেওয়ায় আত্মঘাতী ছাত্রী

.