বৃষ্টি উপেক্ষা করে তৃতীয়াতেই রাজপথে মানুষের ঢল

দুর্গার আগমন লগ্নেই  ‘তিতলি’ দক্ষিণবঙ্গে ঝাপটা মারছে।

Updated By: Oct 12, 2018, 07:28 PM IST
বৃষ্টি উপেক্ষা করে তৃতীয়াতেই রাজপথে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদন: বৃষ্টি উপেক্ষা করে তৃতীয়ার সন্ধেতেই রাজপথে মানুষের ঢল।  মণ্ডপে মণ্ডপে লাইন পড়েছে এখনই।  তৃতীয়াতেই নামি ঠাকুরগুলো দেখে নিতে চাইছেন অনেকেই। তাই ‘তিতলি’র চোখরাঙানিকে উপেক্ষা করে সপ্তাহান্তের শুরুতেই রাজপথে বেরিয়ে পড়েছেন অনেকে।

দুর্গার আগমন লগ্নেই দক্ষিণবঙ্গে ঝাপটা মারছে  ‘তিতলি’। ইতিমধ্যেই কলকাতা সহ পাশ্ববর্তী এলাকাগুলিতে দফায় দফায় বৃষ্টি  হয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম, খড়্গপুর। কিছুতেই যেন বাধ মানছে না বৃষ্টিরূপী অসুর। কিন্তু তাতে কী! পুজোপাগল বাঙালিরা তৃতীয়াতেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।

আরও পড়ুন: 'তিতলি'তে রাজ্যে প্রথম বলি, লণ্ডভণ্ড হল পশ্চিমবঙ্গের এই জেলা! এই পথেই বয়ে গেল ঝড়...দেখুন দৃশ্য

বৃষ্টি পড়ছে পড়ুক, কিন্তু তাতে  কী যায় আসে! মাথার ওপর তো রয়েছে ছাতা। আর সবার মাথার ওপর রয়েছেন দুর্গতিনাশিনী... তাঁরই ভরসা বেরিয়ে পড়েছেন অনেকে।

আরও পড়ুন: পুজোর মুখেই বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা!

কেতাদুরস্ত জামার সঙ্গে হাতে ছাতা, কাদা মাখা পথে মণ্ডপের সামনে ভিড়...  নাছোড়বান্দা বাঙালি কোনওভাবেই পুজোকে মাটি হতে দেবে না।  বৃষ্টিরূপী অসুর নয়, জয় হোক উত্সবের, উত্সহের।

.