পঞ্চায়েত ইস্তাহারে বাংলাদেশের ছবি ছেপে বিতর্কে বিজেপি

এই ছবি পুলিসের সঙ্গে বিএনপি সমর্থকদের সেই সংঘর্ষের ছবি।  ছবিটি তুলেছিলেন এএফপি-র এক সাংবাদিক। বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও এই ছবি প্রকাশিত হয়।

Updated By: Apr 24, 2018, 09:07 PM IST
পঞ্চায়েত ইস্তাহারে বাংলাদেশের ছবি ছেপে বিতর্কে বিজেপি
বাংলাদেশের এই ছবিটি ইস্তাহারে ব্যবহার করেই বিতর্কে জড়িয়েছে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ইস্তাহারে বাংলাদেশের ছবি ছেপে বিতর্কে পদ্ম শিবির। তৃণমূল শাসনাধীন পশ্চিমবঙ্গে 'প্রকৃত ছবি' তুলে ধরতে গিয়ে বাংলাদেশের ছবি ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বিজেপির ইস্তাহারে এই কোলাজটি ছাপা হয়েছে। উপরের ছবিটি বাংলাদেশের বলে বিতর্ক।

২০১৩ সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ ঘিরে তখন উত্তাল বাংলাদেশ। ক্ষমতাসীন আওয়ামি লিগের বিরুদ্ ধে প্রতিহিংসার অভিযোগ তুলে পথে নামে বিরোধী বাংলাদেশ ন্যাশানাল পার্টি (বিএনপি)। সেসময় অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় খালেদা জিয়ার বিএনপি-র কার্যকরী সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগিরকে। আরও পড়ুন- রাষ্ট্রপতির কাছে নালিশ জানাতে আক্রান্তদের নিয়ে দিল্লিতে দরবার রাজ্য বিজেপির

এই ঘটনার প্রতিবাদে ঢাকা জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই ছবি পুলিসের সঙ্গে বিএনপি সমর্থকদের সেই সংঘর্ষের ছবি।  ছবিটি তুলেছিলেন এএফপি-র এক সাংবাদিক। বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও এই ছবি প্রকাশিত হয়।

.